শিলচর পুর নিগমের চূড়ান্ত ফটো ভোটার তালিকা প্রকাশ

জনসংযোগ, শিলচর।    
বরাক তরঙ্গ, ৮ জুলাই : মঙ্গলবার সদ্য গঠিত শিলচর পুর নিগমের চূড়ান্ত ফটো ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ১৮ জুন প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর প্রাপ্ত সমস্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির পর এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এখন জনসাধারণের পর্যালোচনার জন্য উপলব্ধ।

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, শিলচর পুর নিগমের মোট ওয়ার্ডের সংখ্যা ৪২ এবং ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩০১টি ভোটকেন্দ্র। চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা ২,৭২,২৮৪, যার মধ্যে পুরুষ ভোটার ১,৩১,৫৫৮ জন, মহিলা ভোটার ১,৪০,৭১৫ জন এবং ‘অন্যান্য’ শ্রেণিতে ১১ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন।

জনসাধারণ ও ভোটারদের সুবিধার্থে, চূড়ান্ত (ছবিবিহীন) ভোটার তালিকা শিলচর পুর নিগমের  কার্যালয়, সংশ্লিষ্ট ওয়ার্ডের রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয় এবং জেলা প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (https://ermssec.assam.gov.in) উপলব্ধ করা হয়েছে। ভোটাররা তাদের ইপিক নম্বরের মাধ্যমে অথবা ওয়েবসাইটের সিটিজেন কর্ণার থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের তালিকা ডাউনলোড করে নিজের নাম যাচাই করতে পারবেন।

অসম রাজ্য নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং প্রতিটি যোগ্য নাগরিককে চূড়ান্ত ভোটার তালিকায় নিজের নাম নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছে।

Author

Spread the News