সাংবাদিক তাজ উদ্দিন বড়ভূইয়াকে শ্রদ্ধা নিবেদন শিলচর প্রেস ক্লাবের
বরাক তরঙ্গ, ৬ জুলাই : বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী, “এইতো স্বদেশ” পত্রিকার সম্পাদক তাজ উদ্দিন বড়ভূইয়ার প্রয়াণে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শনিবার তাজ উদ্দিন বড়ভূইয়ার সোনাবাড়িঘাটের বাড়িতে গিয়ে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, সাংবাদিক বিজয় দেবনাথ প্রমুখ।
শংকর দে বলেন, দীর্ঘকাল ধরে তাজ উদ্দিন বড়ভূইয়া যে ভাবে এখানকার সংবাদমাধ্যমকে ঋদ্ধ করে গিয়েছেন, সেটা স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে সামাজিক কর্মকাণ্ডেও বিশেষ অবদান রয়েছে তাঁর। উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে বারোটায় তাজ উদ্দিন বড়ভূইয়ার জীবনাবসান হয়।