শনিবার শিলচরে “এক দেশ, এক নির্বাচন” বিষয়ে আলোচনা সভা

বরাক তরঙ্গ, ২১ মার্চ : বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বর্তমানে দেশে “এক দেশ, এক নির্বাচন” বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা চলছে, যা ভারতের নির্বাচনব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এ প্রসঙ্গে জনগণের মতামত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ মঞ্চের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়েছে। এই সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, সমাজকর্মী, আইনজ্ঞ, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন এবং তাঁদের মূল্যবান মতামত তুলে ধরবেন।

এই গুরুত্বপূর্ণ আলোচনা সভাটি আগামী ২২ মার্চ শনিবার গান্ধী ভবনে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।  সভায় গণতন্ত্রপ্রেমী নাগরিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানান সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ মঞ্চের পক্ষে সৌমিত্র দত্তরায়।

শনিবার শিলচরে "এক দেশ, এক নির্বাচন" বিষয়ে আলোচনা সভা
শনিবার শিলচরে "এক দেশ, এক নির্বাচন" বিষয়ে আলোচনা সভা
Spread the News
error: Content is protected !!