শিলচরে দ্বিতীয় দিনেও চলছে প্রতিমা বিসর্জন, ভিড়ে ঠাসা শহর
রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : শিলচরে দ্বিতীয় দিনেও চলছে প্রতিমা বিসর্জন। শুক্রবার সকাল থেকে শিলচর সদরঘাটে শুরু হয় দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। চারদিনের অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার শিলচরে প্রতিমা বিসর্জনের পালা শেষ হলেও দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার ও গোটা শহর ছিল আনন্দে মাতোয়ারা। বিগ বাজেটের বিভিন্ন পূজা কমিটিগুলো প্রতিমা বিসর্জনে যোগ দেন। এতে শিলচরের সদরঘাট এলাকায় পুলিশ, সেনাবাহিনী, রোমিও স্কোয়াড, এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী দিয়ে নিরাপত্তার চাদরে মোড়া দেওয়া হয়েছে। কাছাড় জেলায় এবার ছোট-বড় মিলিয়ে মোট ১হাজারে অধিক পূজা হয়েছে বলে সুত্রের খবর। বৃহস্পতিবার কিছু প্রতিমা বিসর্জন হলেও দ্বিতীয় দিনে শুক্রবার অনেক প্রতিমা সদরঘাটে বিসর্জন হয়েছে। রাত দশটা পর্যন্ত ৪৮টি প্রতিমা বিসর্জন করা হয়।
প্রতিমা বিসর্জন উপলক্ষে সদরঘাটকে আলোকসজ্জায় ফুটিয়ে তুলেছে স্থানীয় প্রশাসন। নদীতে নৌকা নিয়ে লাগাতার টহল দিচ্ছেন সুরক্ষা বাহিনীর জওয়ানরা।
দেবী প্রতিমা বিসর্জনকে ঘিরে এদিন বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শঙ্খ ও উলুধ্বনি সহ ঢাক-ঢোল ও ডিজে-র সঙ্গে দেবী বন্দনার মাধ্যমে বাহনে প্রতিমা নিয়ে শোভাযাত্রার মাধ্যমে সদরঘাট বরাক নদীতে বিসর্জনে সামিল হন জনগণ।
সবমিলিয়ে শারদীয়ার চারদিন আনন্দ-উল্লাসে কাটিয়ে বিষাদের সুরে বিজয়া দশমীর দ্বিতীয় দিনে দেবী দুর্গাকে বিদায় দেন শহরের শ্রদ্ধালু জণগন। পূর্বাঞ্চল প্রতিদিনের সাক্ষাৎকারে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো পূর্বাঞ্চল প্রতিদিনের পরিবারকে বিজয়া দশমীর শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং শিলচরের জনগণকেও শুভেচ্ছা জ্ঞাপন করেন বিজয়া দশমীর তা সহ এবার শিলচরে কোন ধরনের অপপ্রতিকর ঘটনা ছাড়া দুর্গা প্রতিমা বিসর্জন করা হচ্ছে শিলচর সদরঘাটে বলে জানান সিনিয়র পুলিশ সুপার।