ওপিএস বহালের দাবিতে শিলচর পারিবারিক আদালতে ধর্মঘট
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : সারা অসম সরকারি এনপিএস কর্মচারী অ্যাসোসিয়েশনের এনপিএস পেনশনবাতিল এবং ওপিএস বহালের দাবিতে শিলচর তারাপুর স্থিত পারিবারিক আদালতের এনপিএস কর্মচারীরা কালো ব্যাজ পরিদান করে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। শনিবার এবং দুপুর ১২ টা থেকে ১টা অবধি চলে ধর্মঘট। ওপিএস পুনর্বহালের দাবিতে স্লোগান দেন। প্রত্যেকে নিজ-নিজ বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রীর জন্মদিনে এনপিএস বাতিল করে ওপিএস পেনশন স্কিমটি বহাল রাখার দাবি জানান। পুরোনো পেনশন স্কিমটি যতদিন পর্যন্ত বহাল হচ্ছে না, ততদিন এই সরকারের প্রতি অল অসম জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের অধীনে থাকা শিলচর পারিবারিক আদালতের এনপিএস কর্মচারীদের প্রত্যাশা থাকবে।
হিমন্ত বিশ্ব শর্মার সরকার তাদের এই এনপিএস বাতিল করে ওপিএস বহাল রাখবেন বলে তাঁরা আশাবাদী। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত নাজামু উদ্দিন, কেপি রংমাই, শ্রাবণী দত্ত, জনান্তিকা ভট্টাচার্য, ইয়াসমিন আরা বড়ভূইয়া, পবিত্র ডেকা, ওয়াই রাজু সিনহা, আলপনা পাল, রত্নজিত নাথ, রিঙ্কু শুক্লবৈদ্য, কাভি ডং রং মাই, লুইচুই লুং কামেই, বাপ্পা দাস, নাজিম আহমেদ লস্কর প্রমুখ।