রাজ্যে অঘোষিত ইমার্জেন্সি অবস্থা চলছে : শিলচর জেলা কংগ্রেস

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ মার্চ : অসমে এক অঘোষিত ইমার্জেন্সি অবস্থা চলছে। বর্তমান সমগ্র রাজ্যে মুখ্যমন্ত্রী ও বিজেপি দল বোঝতে পেরেছেন জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। এবারের বিধানসভা অধিবেশনে কিছু নজিরবিহীন ঘটনা সংঘটিত হয়েছে। বিধানসভা হল গণতন্ত্রের মন্দির। কিন্তু বিধানসভায় এবার যেসব ঘটনা সংঘটিত হয়েছে,তা ইতিহাসের কোথাও দেখা যায়নি। বুধবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা বলেন, শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন সাংবাদিক বৈঠকে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সূর্য কান্ত সরকার প্রমুখকে পাশে বসিয়ে অভিজিৎ বলেন, গত ২১ মার্চ বিধানসভায় বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুর্মী বিধায়ক শেরমান আলি ও বিধায়ক অখিল গগৈর বিরুদ্ধে যেভাবে তেড়ে এসেছিলেন, এই ঘটনা অসম বিধানসভা অধিবেশনের এক কলঙ্ক অধ্যায়। এর আগে এধরণের কোনও ঘটনা দেখা যায়নি। কিন্তু বিধায়ক রূপজ্যোতি কুর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাঁকে মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছেন। তিনি বলেন, পরবর্তী সময়ে বিধানসভার উপাধ্যক্ষ নোমল মোমিনকে কংগ্রেস বিধায়ক নূরুল হুদা আক্রমণ করেছেন বলে ঘটনা সাজিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে।

রাজ্যে অঘোষিত ইমার্জেন্সি অবস্থা চলছে : শিলচর জেলা কংগ্রেস

অভিজিৎ বলেন, বিধায়ক নূরুল হুদা যদি কিছু করেছেন তা সিসিটিভির তদন্তে দেখা যেতো। কিন্তু মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সেটা না করে বিধায়ক নূরুল হুদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপাধ্যক্ষ নোমল মোমিনকে বলেছেন। এছাড়া পরদিন সারা রাজ্যে এই ঘটনাকে সামনে নিয়ে এসে বিজেপি প্রতিবাদী কর্মসূচি পালন করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। এছাড়া বিজেপি এঘটনাকে ধর্মীয় ও জাতিগত ঘটনা হিসেবে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে।

রাজ্যে অঘোষিত ইমার্জেন্সি অবস্থা চলছে : শিলচর জেলা কংগ্রেস

এদিন সাংবাদিক বৈঠকে অভিজিৎ পাল আরও বলেন, বর্তমান অসমে ইমার্জেন্সী চলছে। তাই বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, সাংবাদিক কেউ কিছু বললে বা প্রতিবাদ করলে পুলিশ ডেকে গ্রেফতার করানো হচ্ছে। এদিন তিনি গুয়াহাটির সাংবাদিক দিলোয়ার হোসেইন মজুমদারকে গ্রেফতার করার ঘটনার নিন্দা ও ধিক্কার জানান।

Author

Spread the News