ভারী বৃষ্টিতে শিলচর শহর জলমগ্ন, মণ্ডপ নির্মাণ কাজে বাধা
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : দু’দিনের ভারী বৃষ্টিপাতের ফলে শহরের হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট জলমগ্ন। একই ভাবে সোনাই রোড, ইন্দিরা সরণী, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, লিঙ্ক রোড সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত।
প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নতমানের না হওয়ায় বৃষ্টি হলেই জমাজলের সমস্যায় ভুগতে হয় শহরবাসী সহ আমজনতার। জলের তলায় রাস্তা চলে যাওয়ায় অসুবিধার মুখে পড়তে হচ্ছে স্কুল, কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। পাশাপাশি ট্রাফিক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে।
এ দিকে, ভারী বৃষ্টিপাতের ফলে অনেক দোকানের ও ঘরের ভেতর জল প্রবেশ করতে শুরু করেছে। এ ছাড়া সপ্তাহ দশদিন হাতে রয়েছে দুর্গোৎসবের। মণ্ডপ গুলোর কাজে বাধা হয়ে পড়েছে বৃষ্টি। শিল্পীরা দুশ্চিন্তা পড়েছেন। এ ছাড়া কিছু মণ্ডপে জলও ঢুকে পড়ছে বলে সূত্রের খবর।