শিলচরে আচার্য বালকৃষ্ণের জন্ম দিবস উদযাপিত
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : কাছাড় জেলা ভারত স্বাভিমান ন্যাস, পতঞ্জলি যোগ সমিতি ও মহিলা পতঞ্জলি যোগ সমিতির যৌথ ব্যবস্থাপনায় সোমবার আয়ূ্র্বেদ শিরোমণি আচার্য বালকৃষ্ণের জন্ম দিবস উপলক্ষে জড়িবুটি দিবস পালিত হয়। শিলচর রাঙ্গিরখাড়িতে সকালে আয়ূ্র্বেদিক গুণসম্পন্ন গাছের গুনাগুণ ও এগুলিকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে আচার্য বালকৃষ্ণের অবদান সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় আজকের দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন ভারত স্বাভিমান ন্যাস জেলা প্রভারী সজলকুমার দেব। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের সম্পাদক হরিদাস দত্ত।
অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ভারত স্বাভিমানের পৃষ্ঠপোষক শেফালী ভারতী এবং মহিলা পতঞ্জলি যোগ সমিতির জেলা প্রভারী শেলী লস্কর। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন পতঞ্জলি যোগ সমিতির জিলা প্রভারী শিবানু কর।
এই অনুষ্ঠানে জনসাধারণের মধ্যে কিছু মূল্যবান ঔষুধি গাছ বিতরণ করা হয় এবং সেই গাছগুলো র উপকারিতা সম্বন্ধে আলোচনা করা হয়। প্রকৃতির দেওয়া মূল্যবান ভেষজ এবং ঔষধি গাছগুলি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বহু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অনুষ্ঠানের সবাইকে আহ্বান জানান যেন সকলে মিলে এই মূল্যবান প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হই।