শিলচরে আড়াই কোটি টাকার গাঁজা উদ্ধার, আটক ত্রিপুরার পাচারকারী
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : বৃহৎ পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত হল শিলচরে। কাছাড় পুলিশের নেশা বিরোধী অভিযানে গাঁজা সহ এক পাচারকারীকে আটক করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে ত্ৰিপুরা থেকে আসা একটি গাড়ি তল্লাশি চালিয়ে প্ৰায় ৩৬২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ পাচারকাণ্ডে জড়িত থাকা ত্ৰিপুরা রাজ্যের বাসিন্দা প্ৰদীপ কর নামে পাচারকারীকে আটক করে পুলিশ। রবিবার এ বিষয়টি সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাতো জানিয়েছেন।
বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য প্ৰায় আড়াই কোটি টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার।