রণজি রাজ্য দলে শিলচরের চার ক্রিকেটার

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ জুলাই : আসন্ন ক্রিকেট মরসুমের জন্য সম্ভাব্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করল অসম ক্রিকেট সংস্থা (এসিএ)। এরমধ্যে রনজি ক্রিকেটে মোট ৩৪ জনের এক তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় শিলচর থেকে চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন- ওপেনার পারভেজ মুশারফ, পেসার দিবাকর জোহরি, উইকেটকিপার অভিষেক ঠাকুরি এবং স্পিনার রাহুল সিং।

এদিকে, সামনেই চ্যালেঞ্জার ট্রফি আয়োজন করছে এসিএ। খেলা হবে ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে। উভয় ফরম্যাটের দলগুলির নামও জানিয়ে দেওয়া হয়েছে। টি২০ দলগুলিতে জায়গা পেয়েছেন পারভেজ মুশারফ, রোশন টপ্পো, দিবাকর জোহরি, রাহুল সিং, অভিষেক ঠাকুরি। করিমগঞ্জের সৌরভ দে এবং লক্ষীপুরের মনোজিৎ ধরও ডাক পেয়েছেন। মোট ছয়টি দল গড়ে এই টুর্নামেন্ট হচ্ছে। দলগুলি হল যথাক্রমে বরাক ব্রেভহার্টস, ব্রহ্মপুত্র বয়েজ, মানস টাইগার্স, কাজিরঙা হিরোজ, সুবনশিরি চ্যাম্পস এবং ডিহিং পাটকাই রাইডার্স।

উল্লেখ্য, সম্প্রতি নামিবিয়ায় এক্সপোজার ট্যুরে অংশ নেওয়া খেলোয়াড়দের সবাইকে রনজির তালিকায় জায়গা দেওয়া হয়েছে। নামিবিয়ার  জাতীয় দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-৩ ব্যবধানে পরাজিত হয়েছিল আসাম।

Spread the News
error: Content is protected !!