শিলচরে ১ ভোটে হেরে অসুস্থ প্রার্থী
বরাক তরঙ্গ, ১১ মে : ভোটে হেরে অসুস্থ হয়ে পড়লেন মহিলা প্রার্থী। সোমা নাথ নামে এই মহিলা ছিলেন কাটিগড়া খেলমা জিপির পাঁচ নম্বর গ্রুপ সদস্যা পদের প্রার্থী। রবিবার শিলচর রামনগর আইএসটিটিতে ভোট গণনার পর দেখা যায় তিনি মাত্র এক ভোটের ব্যবধানে হেরে গেছেন। সঙ্গে সঙ্গেই তিনি হতাশ হয়ে বসে পড়েন।
অন্যান্যরা তাঁকে ধরে গণনাকক্ষের বাইরে নিয়ে এসে খোলা জায়গায় বসিয়ে রাখেন। বসে থাকা অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তাঁকে গণনাকেন্দ্রের মেডিক্যাল ইউনিটের লোকেরা কিছুক্ষণ পরিচর্ষা করলেও চেতনা ফেরেনি। এই অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে পাঠানো হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে।
