বারুণী স্নানে সিদ্ধেশ্বর শিবমন্দির ঘাটে লোকে-লোকারণ্য

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : প্রতি বছরের মতো এ বছরও কাছাড়ের পাঁচগ্রাম ঠাণ্ডাপুরে ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দির কপিলাশ্রমে মধুকৃষ্ণা ত্রয়ােদশী তিথিতে অনুষ্ঠিত হচ্ছে বারুণী স্নান। এতে বরাক নদীর উভয় তীরে উপচে পড়ে ভিড়, তিল ধারণের জায়গা ছিল না বললেই চলে। তার উপর জাতীয় সড়কে যানজট ছিল প্রবল আকারে। কিন্তু এই ভিড় সামলাতে পূর্ব পরিকল্পনা মাফিক পুলিশ প্রশাসনের তরফে পর্যাপ্ত পরিমাণ পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।

উল্লেখ, বুধবার রাত ১১ টা ৪৭ মিনিটে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হয় এবং বৃহস্পতিবার রাত ৮টা ৫৬ মিনিট পর্যন্ত এই তিথি বহাল থাকবে। এউপলক্ষে বরাক উপত্যকার তিন জেলা কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি সহ অসমের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা ও মণিপুর থেকেও অসংখ্য সনাতনী মানুষ বারুণী স্নান সহ পিতৃ-মাতৃ তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান, পরলৌকিকক্রিয়া ইত্যাদি করতে ভিড় জমান শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিবমন্দির কপিলাশ্রমে।

বারুণী স্নানে সিদ্ধেশ্বর শিবমন্দির ঘাটে লোকে-লোকারণ্য
বারুণী স্নানে সিদ্ধেশ্বর শিবমন্দির ঘাটে লোকে-লোকারণ্য
Spread the News
error: Content is protected !!