শিক্ষা বিভাগের দেয়াল পত্রিকা ‘এডুকেয়ার’ এর উন্মোচন রাধামাধব কলেজে

পড়ুয়াদের ভাবনা, চিন্তা ও চেতনা প্রকাশ করার মাধ্যম হচ্ছে দেয়াল পত্রিকা : রাহুল চক্রবর্তী

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : বৃহস্পতিবার রাধামাধব কলেজ শিক্ষা বিভাগের সম্পাদনায় বিভাগীয় দেয়াল পত্রিকা ‘এডুকেয়ার’ এর তৃতীয় সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে। এদিন উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী ফিতা কেটে দেয়াল পত্রিকাটির আবরণ উন্মোচন করেন। 

শিক্ষা বিভাগের দেয়াল পত্রিকা 'এডুকেয়ার' এর উন্মোচন রাধামাধব কলেজে

সভার শুরুতে উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী ও প্রাক্তন অধ্যক্ষ ড. দেবাশিস রায়কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানায় শিক্ষা বিভাগ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী বলেন কলেজের সব বিভাগই দেয়াল পত্রিকা বের করছে তার সাথে সঙ্গতি রেখে শিক্ষা বিভাগও তাদের বিভাগীয় দেয়াল পত্রিকা ‘এডুকেয়ার’ এর তৃতীয় সংখ্যার উন্মোচন করল বৃহস্পতিবার। তিনি বলেন, আমাদের কলেজের ট্রেডিশনটা অত্যন্ত স্বাস্থ্যপ্রদ কারণ এরকম দেয়াল পত্রিকার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীরা তাদের নিজস্ব ভাবনা চিন্তা ও চেতনা প্রকাশ করতে পারছে। সুতরাং প্রতিটা বিভাগ যেভাবে দেয়াল পত্রিকা বের করছে এটা সত্যিই গর্বের বিষয়। উপাধ্যক্ষ বলেন দেয়াল পত্রিকার একটা চমৎকার নামাকরণ করা হয়েছে ‘এডুকেয়ার’ অর্থাৎ শিক্ষাকে শুশ্রূষা দেওয়ার কাজ এখানে হচ্ছে, যা অত্যন্ত সুন্দর ও ইঙ্গিতবাহী। যারাই দেয়াল পত্রিকা সম্পাদনার সঙ্গে জড়িত রয়েছে তাদের সকলের উচ্চ প্রশংসা করে দেয়াল পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেছেন তিনি। 

শিক্ষা বিভাগের দেয়াল পত্রিকা 'এডুকেয়ার' এর উন্মোচন রাধামাধব কলেজে

কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. দেবাশিস রায় বলেন, শিক্ষা বিভাগের দেয়াল পত্রিকা সম্মাদনা করতে গিয়ে ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রম করে তাদের সৃজনশীলতা ও শিল্পকর্মকে প্রষ্ফুটিত করতে পেরেছে এতে তিনি অভিভূত। তিনি দেয়াল পত্রিকা সম্পাদনার কাজে জড়িত শিক্ষক-শিক্ষয়িত্রী ও ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। নিজের বক্তব্যে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কালীপদ দাশ বলেন দেয়াল পত্রিকায় বৈদিক থেকে আধুনিক শিক্ষা নীতির কথা তুলে ধরা হয়েছে যদিও আমাদের সিস্টেমে কিছু গোড়ায় গলদ রয়েছে না হলে ১০ শতাংশ ছাত্রকে আমরা সবকিছুতে পাই বাকী ৯০ শতাংশ ছাত্রকে পাইনা। তিনি বলেন প্রাচীন কালে পাশ্চাত্য দেশগুলিতে যখন সভ্যতার বিকাশ ঘটেনি তখন ভারতবর্ষে বেদ রচনা হচ্ছিল। নালান্দা ও তক্ষশীলা আমাদের প্রাচীন ভারতের ঐতিহ্য যেখানে বিদেশ থেকে লোক এসে পড়াশোনা করতো, তিনি কথা প্রসঙ্গে হিউয়েনসাঙের কথা তুলে ধরেন। আক্ষেপের সুরে তিনি বলেন আজকের দিনে ভারতবর্ষ থেকে আমেরিকা, ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে আমাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণ করতে হচ্ছে। বর্তমানে আমাদের হৃতগৌরব ফিরে পাবার লক্ষ্যে জাতীয় শিক্ষা নীতি-২০২০ প্রবর্তন সহ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা চর্চা করছেন শিক্ষাবিদরা, মন্তব্য করেন কালীপদ বাবু। দেয়াল পত্রিকা সম্পাদনার কাজে যেসকল  ছাত্র-ছাত্রী পরিশ্রম করেছে, ক্রিয়েটিভ চিন্তাধারা করেছে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জ্ঞাপন করেন কালীপদ দাশ। 

শিক্ষা বিভাগের দেয়াল পত্রিকা 'এডুকেয়ার' এর উন্মোচন রাধামাধব কলেজে

এদিনের অনুষ্ঠান সঞ্চালনা সহ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. সন্তোষ বরা। তিনি দেয়াল পত্রিকা সম্পাদনার কাজে জড়িত কলেজ পড়ুয়া আকাঙ্খা দেবরায়, মুমিনা ইয়াছমিন লস্কর, নেহা রায়, পল্লবী ঘোষ, মৌমিতা শুক্লবৈদ্য, অর্পিতা শীল ও মহেশ্বর দাসকে আন্তরিক ধন্যবাদ জানান। সেই সঙ্গে নিজেদের মূল্যবান সময় বের করে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উপাধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক অধ্যাপিকা, কলেজের প্রশাসনিক ও লাইব্রেরি করূমচারী সহ ছাত্র ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক যথাক্রমে জীবন দাশ, ড. অরুণাভ ভট্টাচার্য, ডঃ রাহুল শরনিয়া, ড. বিধান বর্মণ, ড. সূর্য্যসেন দেব, ড. আশীষতরু রায়, অনন্যা ভট্টাচার্য, কলেজ পড়ুয়া আকাঙ্খা দেবরায় ও মুমিনা ইয়াছমিন লস্কর প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যাপিকা ড. পিয়া দাস, শবনম সারংশা, জুই নাথ সহ প্রশাসনিক কর্মচারী সুরজিত রায়, গৌরীশঙ্কর ধর, অরূপ পাল, সাজেদুল আলম বড়ভূইয়া, লাইব্রেরি কর্মী গ্যালিম গ্যাংমাই প্রমুখ। 

Author

Spread the News