অবশেষে গ্রেফতার সিদ্ধার্থ ও শ্যামকানু, ১৪ দিনের রিমান্ডে

অবশেষে গ্রেফতার সিদ্ধার্থ ও শ্যামকানু, ১৪ দিনের রিমান্ডে

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : কিংবদন্তি গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের অর্গানাইজার শ্যামকানু মহন্তকে। জানা গিয়েছে, গায়কের ম্যানেজারকে তাঁর গুড়গাঁও ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, সিঙ্গাপুর থেকে দিল্লি ফেরা মাত্র ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় শ্যামকানু মহন্তকে। এয়ার ইন্ডিয়ার IX 1197 নম্বর বিমানে বুধবার সকালে গুয়াহাটি নিয়ে আসা হয় দু’জনকেই।

বুধবার সকাল থেকেই বরঝাড়ের গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ, আধাসামরিক বাহিনী এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স দিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। দু’জনকে একটি বুলেটপ্রুফ গাড়িতে তুলে সরাসরি নিয়ে যাওয়া হয় গুয়াহাটি গীতানগরে অবস্থিত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের বাসভবনে।

অবশেষে গ্রেফতার সিদ্ধার্থ ও শ্যামকানু, ১৪ দিনের রিমান্ডে

পুজোর কারণে আদালত বন্ধ থাকায়, সেখানেই হাজির করানো হয় অভিযুক্ত দু’জনকে। পরে সিআইডি তাদের ১৪ দিনের হেফাজতে নেয়।

এর আগে এই মামলায় গায়কের ড্রামার শেখরজ্যোতিকে গ্রেফতার করেছিল সিট (SIT)।

প্রসঙ্গত, নর্থ ইস্ট ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। কিন্তু সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে ১৯ সেপ্টেম্বর প্রাণ হারান গায়ক। ময়নাতদন্তের পর গুয়াহাটিতে এসে পৌঁছায় জুবিনের দেহ। যদিও সিঙ্গাপুর থেকে আসা গায়কের মৃত্যুর সার্টিফিকেটে উল্লেখ রয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু এনিয়ে আলাদা করে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Spread the News
error: Content is protected !!