জনসংযোগে ব্যস্ত বিধায়ক নীহার, খোঁজ নিলেন অসুস্থ রোগীদের
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : উপ-নির্বাচনে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে নিজ সমষ্টি ধলাইতে জনসংযোগ বাড়াতে চলেছেন ধলাই কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন দাস। সেই সঙ্গে অসুস্থ রোগী সহ পিছিয়ে পড়া মানুষের প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন বিধায়ক। এলাকার রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয়জল থেকে শুরু করে সরকারী অনুদান প্রাপ্তি থেকে কোন সুবিধাপ্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে তীক্ষ্ণ নজর রাখছেন এবং নিজ কেন্দ্রের নানাবিধ সমস্যা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের চেষ্টা করে যাচ্ছেন ধলাইর বিধায়ক। এরই সুবাদে অতি কম সময়ে ধলাইর আপামর জনসাধারণের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন বিধায়ক নীহার।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন উদযাপনের অঙ্গ হিসেবে ধলাই বিধানসভা কেন্দ্রের অধীন কৃষ্ণপুর-গঙ্গানগর জিপির ২৪ জন গুরুতর অসুস্থ রোগীর বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কিছু ফলমূল ও হরলিক্সের প্যাকেট তুলে দেন, সেই সঙ্গে ব্যক্তিগত তরফে কিছুটা আর্থিক সাহায্যও প্রদান করেন বিধায়ক। তাছাড়াও মূখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। এহেন জনকল্যাণমূলক কাজে ধলাই সমষ্টির সর্বত্রই প্রশংসার জোয়ারে ভাসছেন বিধায়ক নীহাররঞ্জন দাস। অনেকেই বলছেন আগে তো কোন বিধায়ক সাংসদ ও অন্য কোন নির্বাচিত জনপ্রতিনিধিগণ এভাবে বাড়ি বাড়ি এসে কোনদিন সাধারণ মানুষের খোঁজ নেননি। বিধায়কের কাজ প্রমাণ করে আসল জনদরদী তিনিই, একথা শোনা যাচ্ছে ধলাইর আনাচে কানাচে।
এদিন জিপি এলাকা পরিদর্শনকালে স্থানীয় প্রবীন কর্মকর্তাদের সঙ্গেও জিপির বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন বিধায়ক। এদিন বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস, জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, দুই প্রাক্তন মন্ডল সভাপতি সোমেন দাস ও সুবোধ রঞ্জন দাস, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস, জিপি সভানেত্রী রীনা রানী দাস, পালংঘাট আঞ্চলিক পঞ্চায়েতের সহ সভাপতি উপেন্দ্র দাস, প্রাক্তন জিপি সভাপতি নীহার শুক্লবৈদ্য, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মেন্জর সিং, বরিষ্ঠ বিজেপি কার্যকর্তা কৃপেশ পাল, রত্নময় দাস, শৈলেন্দ্র দাস, পিন্টু পাল, দীপু দাস, মণ্ডল সাধারণ সম্পাদক দীপক রায়, মহিলা মোর্চা মন্ডল সভানেত্রী দেবস্মিতা দাস, রামদুলাল প্রমুখ।