শ্যামপুর ফুটবলে চ্যাম্পিয়ন সন্ন্যাসীটিলা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : তাপাঙের শ্যামপুর গ্ৰামে আয়োজিত শ্যামপুর সর্বজনীন ফুটবল কমিটির ফুটবলে চ্যাম্পিয়ান হল সন্ন্যাসীটিলা ইলেভেন স্টার ক্লাব। রবিবার ফাইনাল খেলায় তারা হারায় রাজপুর এফসি–কে। ৪-০ গোলে হারিয়ে খেতাব অর্জন করে ইলেভেন স্টার। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ৫০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন সম্মানিত অতিথি বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ অতিথিরা। রাজপুর এফসির অধিনায়কের হাতে রানার্স ট্রপি সহ নগদ ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

শ্যামপুর সর্বজনীন ফুটবল কমিটির মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ছাড়াও শ্যামপুর আখড়ার প্রধান বৈষ্ণব সুজিত গোস্বামী, প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস, দিঘর শ্রীকোণা আলমবাগ জিপির প্রাক্তন সভাপতি ব্রজেন্দ্রচন্দ্র দাস, কৈবর্ত উন্নয়ন পরিষদের প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী, কাছাড়‌ জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুচন্দ চক্রবর্তী, গিরিন্দ্র দাস প্রমুখ।

এদিন ফাইনাল খেলার শুরুর আগের ভূমিপূজা সহ স্থানীয় নৃত্যশিল্পীদের দ্বারা নৃত্য পরিবেশন ও শ্যামপুর আখড়ার প্রধান বৈষ্ণব সুজিত গোস্বামী ফিতা কেটে ফাইনাল খেলার শুরু করেন।

শ্যামপুর ফুটবলে চ্যাম্পিয়ন সন্ন্যাসীটিলা
শ্যামপুর ফুটবলে চ্যাম্পিয়ন সন্ন্যাসীটিলা
Spread the News
error: Content is protected !!