শিবসাগরের রাজমাই গরুর হাটে হাহাকার, বিপাকে

বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : গরুর মাংস বিক্রি নিষিদ্ধ হওয়ায় শিবসাগরের রাজমাই গরুর হাটে হাহাকার সৃষ্টি হয়েছে। গরু বিক্রি করতে না পেরে ঘরে ফিরছেন বিক্রেতা।

কিন্তু এখন গরুর মাংস নিষিদ্ধ হওয়ার পর অসমিয়া কৃষকদের পেটে লাথি পড়েছে বলে মনে হচ্ছে। গরু ক্রেতার সংখ্যা কমে গেছে এবং গরু বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন গরু খামারিরা।

রাজমাই গরুর বাজার দক্ষিণ অসমের প্রাচীনতম এবং বৃহত্তম গরুর বাজার।

শিবসাগর, ডিব্রুগড়, চড়াইদেও, লখিমপুর, ধেমাজি এবং তিনসুকিয়া জেলায় শত শত গবাদি পশু পালনকারী রয়েছেন যারা রাজমাই বাজারে তাদের গবাদি পশু নিয়ে আসেন। বর্তমানে গরুর মাংস নিষিদ্ধ হওয়ায় বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গরু খামারি আছেন যারা নিষেধাজ্ঞার জন্য রাকিবুল হোসেনকে দায়ী করেছেন।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলেন, রাজনৈতিক নেতাদের বিবাদে গরু খামারিরা বিপাকে পড়েছেন এটা দুর্ভাগ্যজনক। গরু বিক্রি কমে যাওয়ায় এসব খামারিদের জীবিকা হুমকির মুখে পড়েছে। শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন কৃষকরা।

শিবসাগরের রাজমাই গরুর হাটে হাহাকার, বিপাকে
Spread the News
error: Content is protected !!