শিবসাগরে ৭৫ হাজার টাকায় নবজাতক বিক্রি, মা ও আশা কর্মী  আটক

বরাক তরঙ্গ, ১১ জুলাই : শিবসাগর জেলার জয়সাগরে  শিশু পাচারের এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। সেখানে এক নবজাতক শিশুকে ৭৫ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে। শিবসাগর সিভিল হাসপাতালে ২২ বছর বয়সী এক এক মা সন্তান প্রসবের কিছুক্ষণ পরেই এই ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষের ধারণা, মা ও নবজাতকে হাসপাতাল থেকে  ছেড়ে দেওয়ার পর হাসপাতাল চত্বরের ঠিক বাইরেই এই ঘটনাটি ঘট।

শিশু কল্যাণ কমিটি (সিডব্লিউসি) আগে থেকেই তথ্য পেয়ে পরিবারকে শিশুটিকে বিক্রি না করার জন্য সতর্ক করেছিল। তা সত্ত্বেও, শিশুটিকে একটি গোপন চুক্তিতে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে এবং কিস্তিতে টাকা নেওয়া হয়েছিল।

শিবসাগরে ৭৫ হাজার টাকায় নবজাতক বিক্রি, মা ও আশা কর্মী  আটক

পরে শিশু কল্যাণ কমিটি যখন পরিবারকে শিশুটিকে হাজির করতে বলে, তারা তা করতে ব্যর্থ হয়। তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে শিশুটিকে সত্যিসত্যি  বিক্রি করা হয়েছে। পুলিশ এই মামলায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা, তার পিসি  এবং একজন আশা কর্মী সহ তিনজনকে আটক করেছে। বর্তমানে শিশু ক্রেতার পরিচয় এবং শিশুটির অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মানসিকভাবে অসুস্থ মা শিশুটির বাবাকে শনাক্ত করতে পারছেন না বলে জানা গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে এই অঞ্চলে অবৈধভাবে দত্তক গ্রহণ এবং শিশু পাচারকারী নেটওয়ার্ক নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। একই রকম আরেকটি ঘটনায়, এ বছর  মার্চের শুরুতে গোলাঘাট জেলার ধানসিরি নদীর সেতুর নীচে একটি নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের সন্দেহ, কিছু দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে। পরে, গোলাঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে।

Spread the News
error: Content is protected !!