শিলচরে বিজেপিকে সমর্থন শিব সেনার

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপিকে  শিব সেনা বরাক ভ্যালি কমিটি পূর্ণ সমর্থন করেছে। সোমবার আইরংমারায় বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে শিব সেনা বরাক ভ্যালি কমিটির এক প্রতিনিধি দল দেখা করে এই সমর্থনের বিষয়টি জানান । এব্যাপারে বিজেপি প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, শিবসেনা অসম রাজ্য কমিটির কর্মকর্তা ভোটে সমর্থন করার বিষয়ে জানিয়েছেন। এবং এব্যাপারে আলোচনা হয়েছে।

এদিন শিবসেনার প্রতিনিধি দলে  শিব সেনা বরাক ভ্যালি কমিটির আহ্বায়ক শেখর দে, বিশ্বজিৎ আচার্য, গৌতম তালুকদার, রাজু চৌধুরী, রানু দত্ত, তাপস নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নীতিগতভাবে বিজেপির সঙ্গে শিবসেনার মতাদর্শগত পার্থক্য থাকলেও  শিব সেনা বরাক ভ্যালি কমিটি চায় নরেন্দ্র মোদি তৃতীয় বারের মতো যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর এরজন্য শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে বিজয়ী করে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা। শিবসেনা বরাক ভ্যালি কমিটির মতে, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারার অবসান ঘটানো, মুসলিম মহিলাদের তিন তালাক তুলে দেওয়া, রাম মন্দির প্রতিষ্ঠা এবং সর্বোপরি দেশব্যাপী হিন্দুত্ব জাতীয়তাবাদী মানসিকতার প্রসার ঘটানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়াও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। এছাড়া বর্তমান পরিস্থিতিতে হিন্দু ভোট বিভাজন না করে সামগ্রিকভাবে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করাই শ্রেয় বলে মনে করেন তাঁরা।

Author

Spread the News