বারিকনগরে শুক্রবার থেকে শুরু হচ্ছে শিব মহাপূরান কথা
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : শিব মহাপূরান কথার আয়োজন করা হয়েছে বারিকনগরে। আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে বারিকনগরে পৌঁছেছেন বৃন্দাবন থেকে জাতীয় কথাবাচক অশোক দেবাচার্জি মহারাজ। বারিকনগর একটি বিবাহ ভবনে আয়োজন করা হয়েছে শিব মহাপূরান কথার। আয়োজন কমিটির সভাপতি শংকর নুনিয়া জানান, আগামীকাল মহিলারা সকাল আটটায় বিবাহ ভবন থেকে কলস যাত্রা মাধ্যমে শিলকুড়ি বরম বাবা মন্দিরের পুকুরঘাট থেকে জল নিয়ে আবার ভবনে পৌঁছাবেন।
তিনি বলেন, সনাতন ধর্ম কিভাবে এগিয়ে নেওয়া যাওয়া যায় তার জন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রত্যেক দিন সন্ধ্যা ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শিব মহাপুরন কথা আলোচনা হবে। সঙ্গে প্রত্যেকদিন প্রসাদেরও ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রত্যেককে অনুরোধ জানান তিনি।