অবসর নিলেন কনিষ্ঠ বাস্তুকার শিরুমনি লস্কর

বরাক তরঙ্গ, ৬ জুলাই : জলসেচ বিভাগের কনিষ্ঠ বাস্তুকার শিরুমনি লস্কর অবসর নিলেন।  এ উপলক্ষে সোমবার লক্ষীপুর ডিভিশনে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।   দীর্ঘ ৩৭ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গত ৩০ জুন কর্মজীবন থেকে অবসরে যান তিনি। বিভাগের শিলচর-উধারবন্দ ডিভিশনের কার্যবাহী বাস্তুকার দীপক গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সভায় সোনাই-ধলাই ডিভিশনের কার্যবাহী বাস্তুকার অরূপ গোস্বামী সহ বিভিন্ন বক্তা সোনাই ধনীপুরের শিরুমণি লস্করের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর কর্মজীবনের কাজের প্রশংসা করেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালে শিরুমণি লস্কর গুয়াহাটিস্থ মুখ্য বাস্তুকারের কার্যালয়ে কনিষ্ঠ বাস্তুকার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে অবিভক্ত কাছাড় জেলায় বদলি হয়ে আসেন। দীর্ঘদিন বরাক উপত্যকায় কাজ করলেও বছর কয়েক আগে তিনি গোলাঘাট জেলায় বদলি হন। সেখান থেকে কাছাড় জেলার লক্ষীপুর ডিভিশনে বদলি হয়ে আসেন এবং এখান থেকেই অবসর নেন। এরইমধ্যে আনোয়ার হোসেন লস্কর সোনাইর বিধায়ক থাকাকালীন তাঁর যাবতীয় প্রকল্পের কাজ সোনাই উন্নয়ন খণ্ডে থেকে তিনি প্রস্তুত করেন। এছাড়া সন্তোষ মোহন দেব কেন্দ্রীয় মন্ত্রী থাকার সময়ে তাঁরও সোনাইর উন্নয়নের প্রকল্প গুলো তৈরি করেন। ফলে একজন দক্ষ বাস্তুকার হিসেবে কর্মজীবন অতিবাহিত করেছেন শিরুমনি। অবসরের খবরে অনেকে সুস্বাস্থ্য কামনা করে শিরুমনিকে সংবর্ধনা প্রদান করেছেন। লক্ষীপুর ডিভিশনে বিভাগীয় তরফে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে মানপত্র ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে লক্ষীপুর ডিভিশন ছাড়াও জেলার অন্যান্য ডিভিশনের বেশ কয়েকজন বাস্তুকার ও কার্যালয় কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News