শিলচর ওভারব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের উপর লরি, আহত ২, ক্ষতিগ্রস্ত

হিবজুর রহমান, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ জুলাই : ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল শিলচর তারাপুর ওভারব্রিজে। অল্পের জন্য রক্ষা পেলেন ওভারব্রিজের নিচে থাকা লোকজন। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার রাতে। জানা যায়,  রিকোভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর অভার ব্রিজের শেষ প্রান্তে
নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের পাশে থাকা কয়েকটি দোকান ঘরের উপরে পড়ে যায়। এ ঘটনায় দোকানগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়িতে থাকা চালক ও সহচালক গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তারাপুর পুলিশে খবর দেন। তারাপুর থানার ইনচার্জ ও পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠিয়েছেন।

এ দিকে, ব্যবসায়ীরা জানান ৪-৫ টি দোকানে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি অনুমান ১০ লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছেন দোকান মালিকরা।

Author

Spread the News