শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের বস্ত্র বিতরণ
বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তরফে কাছাড় জেলার বিভিন্ন স্থানে বস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। বুধবার ময়নাগড়, দামছড়া এবং চন্দ্রনাথপুর এলাকায় শাড়ি ও দুটি বিতরণ করা হয়। এদিন ৮৫০ শাড়ি এবং ৩৫০ বিতরণ করা হয়েছে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধিশানন্দজি মহারাজের নেতৃত্বে এদিন তিনটি স্থানে শাড়ি এবং ধূতি বিতরণ করা হয়।
স্বামী গণধিশানন্দজি মহারাজ জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর তরফে বস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে শাড়ি এবং ধুতি বিতরণ করা হয়। এই কার্যক্রম আরো কয়েকদিন চলবে। মহালয়ার দিন শিলচর শহরে শাড়ি ও ধুতি বিতরণ করা হবে।