সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা শিলচরে

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এযুগের অন্যতম মার্ক্সবাদী দার্শনিক ও সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করে দলের কাছাড় জেলা কমিটি। বুধবার শিলচরের ডিমাসা সাংস্কৃতিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই স্মরণসভা। দলের প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মীর সভাপতিত্বে পরিচালিত স্মরণসভায় নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং ‘করিমগঞ্জ’ জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য। তিনি শিবদাস ঘোষ কি কঠিন পরিস্থিতিতে ভারতের মাটিতে সঠিক সাম্যবাদী দল হিসেবে এসইউসিআই (কমিউনিস্ট) দলকে গড়ে তোলেন এর বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

তিনি বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার অন্যতম বিপ্লবী হিসেবে শিবদাস ঘোষ তার রাজনীতি শুরু করে ১৯৪২ সালে জেলে বন্দী হন। তখনই তিনি উপলব্ধি করেন যে ভারতবর্ষের জনগণের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হলেও শ্রমিক কৃষক সহ শোষিত মানুষের মুক্তি লাভ হবে না। দেশের মুষ্টিমেয় পুঁজিপতিদের হাতে ক্ষমতা হস্তান্তর হতে চলেছে। স্বাধীনতার পূর্বেই শিবদাস ঘোষের মার্ক্সবাদ- লেনিনবাদের সঠিক উপলব্ধির মধ্য দিয়ে যে বিশ্লেষণ তুলে ধরেছিলেন তা যে কতটুকু সঠিক ছিল তা আজ দেশের সাধারণ জনগণ বুঝতে পারছেন। দেশের জনগণ আজ আদানি, আম্বানি সহ পুঁজিপতিদের শাসন শোষনে নিস্বঃ, রিক্ত হচ্ছেন। দেশের পুঁজিপতি শ্রেণীর স্বার্থরক্ষাকারী দল বিজেপি, কংগ্রেস ইত্যাদি যখন যারা ক্ষমতায় বসেছে তখনই তারা জনগণকে শোষণের স্বার্থে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এর বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে চরম অত্যাচার নামিয়ে এনেছে। আজ দেশের মধ্যে যে শ্বাসরুদ্ধকারী পরিস্থিতি বিরাজ করছে তা আসলে পুঁজিবাদী শাসন শোষণ ব্যবস্থাকে রক্ষার স্বার্থেই করা হয়েছে। শুধু তাই নয় পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এদেশের সাধারণ জনগণ যাতে ঐক্যবদ্ধ হতে না পারেন তার জন্য তারা ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদির নামে বিভাজনের রাজনীতি করছে। তিনি জনগণকে সচেতন হয়ে পুঁজিপতি শ্রেণীর পাতা ফাঁদে পা না দিয়ে শিবদাস ঘোষের চিন্তাকে পাথেও করে সঠিক বামপন্থী রাজনীতিকে এবং সমাজতান্ত্রিক বিপ্লব সফল করার লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলনগুলোকে শক্তিশালী করতে আহ্বান জানান।

সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন দলের কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। স্মরণসভার শুরুতে দলের সঙ্গীত গোষ্ঠী শিবদাস ঘোষের উপর রচিত সঙ্গীত এবং শেষে আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশন করেন। সভার সভাপতি শ্যামদেও কুর্মী সভায় উপস্থিত সবাইকে আগামী ৫ আগস্ট গুয়াহাটির জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত রাজ্য ভিত্তিক শিবদাস ঘোষের স্মরণসভায় উপস্থিত হতে সবাইকে আহ্বান জানান।

Spread the News
error: Content is protected !!