শিলচর জেলা কংগ্রেসের সংবর্ধনা অনুষ্ঠানে হুলস্থুল, উত্তপ্ত রাজীব ভবন
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ মে : এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চলল পঞ্চায়েত নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য-সদস্যাদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে ৮ জন জেলা পরিষদ সদস্য ও ৩৭ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য-সদস্যাকে সংবর্ধনা জানানো হয়।

শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরোহিত্য সভায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠে সভা। বিধায়ক টিকিট প্রসঙ্গ তুলতেই হুলস্থুল শুরু হয়ে যায়। খলিল উদ্দিন বক্তব্য দেওয়ার সময় কিছু কর্মী তাঁর বিরুদ্ধে ১০ লাখ টাকার জেলা পরিষদের টিকিট বিক্রির অভিযোগ তুললে উত্তেজিত হয়ে ওঠে গোটা হল। মঞ্চে উঠে যান বেশ কয়েকজন কর্মী। এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়। একাংশ কর্মী বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে আক্রমণের চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এসময় বিধায়ক মিসবাউল ইসলাম এবং প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করসহ কংগ্রেসের কিছু নেতা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এগিয়ে আসেন। তবে ঘটনার জেরে উত্তাপ বাড়তে থাকায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দ্রুত স্থান ত্যাগ করতে বাধ্য হন। পরিস্থিতি সামাল দিতে অন্যান্য কর্মীদেরও বেশ বেগ পেতে হয়েছে। প্রায় আধ ঘণ্টার পর কিছুটা স্বাভাবিক হলে ফের শুরু সংবর্ধনা অনুষ্ঠান।

এ দিনের অনুষ্ঠান বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন তিন বিধায়ক আমিনুল হক লস্কর, আতাউর রহমান মাঝারভূইয়া ও অজিত সিং, প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার, শরিফুজ্জামান লস্কর, সূর্যকান্ত সরকার, সুজন দত্ত, দেবদীপ দত্ত, সঞ্জীব রায়। অতিথিরা বক্তব্যে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
