শিলচরে পৌঁছলে সংবর্ধনায় ভাসলেন সহায়ক সংস্থার রাজ্য সভাপতি শিবলী

বরাক তরঙ্গ, ১৪ জুলাই : সারা অসম মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার রাজ্য কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়ে  সোমবার গুয়াহাটি থেকে শিলচর স্টেশনে পৌছে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন এসএম শিবলী মজুমদার ও রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত রিপন আক্তার চৌধুরী। এদিন দু’জন রাজ্য কমিটির কর্মকর্তাকে কাছাড় জেলা কমিটির পক্ষে সভাপতি ইয়াহিয়া আহমেদ বড়ভূইয়া ও সম্পাদক অভিজিৎ পাল ও কাছাড় জেলা কমিটির প্রচার সচিব তাহের আহমেদ মজুমদাররা গামছা ও বিভিন্ন উপহার  সমগ্রী দিয়ে স্বাগতম জানান। সারা অসম মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার দ্বিতীয় বারের মতো রাজ্য সভাপতি হিসাবে মনোনীত এসএম শিবলী মজুমদার শিলচর ভাষা শহিদ স্টেশনে থাকা এগারো শহিদকে শ্রদ্ধা জানান। পাশাপাশি তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংস্থার গতবারের কমিটিতে তাঁকে ব্রহ্মপুত্র উপত্যকার সদস্যরা সংস্থা গুরুত্বপূর্ণ সভাপতির পদের দায়িত্ব দিয়েছিলেন। তিনি সভাপতির দ্বায়িত্ব পাওয়ার পর সংস্থার সম্পাদক ভবেষ নাথ ও কমিটির অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সংস্থার সদস্যদের তথা অসমের বিভিন্ন বিদ্যালয়ের কার্যালয় সহায়ক দের দীর্ঘ দিনের দাবি ২:১ পদন্নোতি, সহ বিদ্যালয় সহায়ক দের শিক্ষক গত য়োগ্যতা অনুযায়ী স্নাতক হার গ্রেড পে ও বিভিন্ন দাবি আদায়ে তিনি কাজ করে গেছেন। ইতিমধ্যে সংস্থা রাজ্য পর্যায়ে একটা সুনাম অর্জন করতে পেরেছে বলে জানান। আর এবার যেহেতু আবার তার উপর আস্তা রেখে তাঁকে ফের সভাপতি মনোনীত করা হয়েছে।

তার জন্য তিনি সেটার সম্মান বজায় রেখে সংস্থার জন্য উল্লেখযোগ্য কাজ করে একটা ইতিহাস তৈরি করতে চান বলে জানান শিবলী মজুমদার। তিনি আরও জানান, অসমের বিভিন্ন জেলায় সংস্থা য়েসব সদস্য ও কর্মকর্তা রয়েছেন তারা সভাই নিষ্ঠাবান ও সক্রিয় সদস্য এদের সহযোগিতা এভাবে থাকলে সংস্থাটি রাজ্যের মধ্যে প্রথম সারির এক কর্মচারী সংস্থা হিসাবে গড়ে উঠবে বলে দৃড় ভাষায় জানান। তিনি আরও ধেমাজির শিলা পাথার এর ১৯তম দ্বি-বার্ষিক সভায় সদস্যদের আন্তরিকতা দেখে তিনি এই আশা রাখছেন। তিনি এও জানান আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে কাছাড়ে সংস্থার বার্ষিক সাধারণ সভা আয়োজন এ-র পরিপল্পনা রয়েছে। এদিন সারা অসাম মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার সভাপতি হিসাবে মনোনীত হয়ে কাছাড়ে প্রথম বারের মতো পা দেওয়া কাছাড়ের এসএম শিবলী মজুমদারকে জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা ও সংগঠন ও বিশিষ্টজনের তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শিলচরে পৌঁছলে সংবর্ধনায় ভাসলেন সহায়ক সংস্থার রাজ্য সভাপতি শিবলী

Author

Spread the News