শরিফনগর এলপি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায়ী সংবর্ধনা
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : শনিবার ১১০ নং শরিফনগর এলপি স্কুলে ফলাফল ঘোষণা ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক জমকালো সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিসি কুবাদ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি শরিফনগর এলপি স্কুলের প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়া, তিনি বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় টিকে থাকতে হলে শুধু পুঁথিগত বিদ্যা নয়, বাস্তব জ্ঞান অর্জন করতেও মনোযোগী হতে হবে। একইসঙ্গে পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
এ বছর শরিফনগর এলপি স্কুল গুণোৎসবে এ প্লাস পেয়ে হ্যাটট্রিক অর্জন করায় প্রধান অতিথি স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। পরে সভার সভাপতি কামাল উদ্দিনও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি শিক্ষার্থীদের মা-বাবা ও শিক্ষাগুরুদের যথাযথ সম্মান প্রদর্শন করার আহ্বান জানান এবং বলেন, সুশিক্ষিত হয়ে আদর্শবান মানুষ না হলে শিক্ষা কোনো কাজে আসবে না। তাই সবার উচিত উত্তম চরিত্র গঠন করে সমাজ ও দেশের সম্পদে পরিণত হওয়া।

সভায় আরও বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সাব্বির রহমান, শিক্ষক রফিকুল হাসান, ইকবাল আহমদ, স্কুল সদস্য মজনু মিয়া এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি, শিক্ষক ও শিক্ষিকারা মিলে বিদায়ী ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। প্রধান শিক্ষক সাব্বির আহমদ জানান যে বর্তমানে স্কুলে উৎসবভিত্তিক শিক্ষার কার্যক্রম চলছে এবং তিনি অভিভাবকদের দ্রুত তাদের সন্তানদের স্কুলে ভর্তি করানোর অনুরোধ জানান। এছাড়া, আগামী ১ এপ্রিল থেকে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকার জন্যও তিনি আহ্বান জানান।

সভা শেষে সভাপতি কামাল উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।