নেতাজি মূর্তি নির্মাণে ১ লক্ষ ১০১ টাকা দান শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালন সমিতির

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : নেতাজি মূর্তি নির্মাণে ১ লক্ষ ১০১ টাকা দান করল শ্রীশ্রী শ্যামসুন্দর জিউ মন্দির পরিচালন ও উন্নয়ন সমিতি। সোমবার শিলচর নেতাজি মূর্তি নবনির্মান ও স্থাপনা কমিটিকে এক সভার আয়োজন করে ১,০০,১০১ টাকার চেক সমঝে দেওয়া হয়। শিলচরের বিধায়ক ও শিলচর নেতাজি মূর্তি নব নির্মান ও স্থাপনা কমিটির কনভেনরের হাতে তুলে দেওয়া হয় চেকটি। 

এই সভায় শ্রীশ্রী শ্যাম সুন্দর জিউ মন্দির পরিচালন ও উন্নয়ন সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুশীলকুমার বণিক, সহ-সভাপতি দেবাশীষ স্বামী, ভারপ্রাপ্ত সম্পাদক দ্বীপজ্যোতি রায়, কুসাদক্ষ উৎপল দত্ত চৌধুরী, নন্দদুলাল রায়, সতীশ সুকলবৈদ্য, অমিতাভ দেব, মলয় ভট্টাচার্য, রথীন্দ্র নাথ সাহা, কল্যাণ কুমার রায়, চয়ন দত্ত, সঞ্জীব দেওয়ানজী, দুর্গা চরণ দাস, সৌমেন দত্ত, তপন সাহা, দুলাল মিত্র, মনোজ ভট্টাচার্য, অরুন অধিকারী ও অন্যান্যরা

শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কনভেনর তথা বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রুদ্রনারায়ন গুপ্ত, দেবজ্যোতি স্বামী। নার্সিং বিগ্রহ পরিচালনা সমিতির পক্ষ থেকে অনুদান তুলে দিলেন বিকাশ সারদা ও অন্যান্যরা

অনুষ্ঠানের শেষে শ্যাম সুন্দর মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালিত শ্যামসুন্দর জিউ কম্পিউটার লার্নিং সেন্টারে যে ছাত্রছাত্রীরা বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় ও অন্যান্য বিশিষ্ট অথিতিরা।

Spread the News
error: Content is protected !!