শমিতা নাগধরের গ্রন্থ উন্মোচন

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : মালুগ্রাম চাংবাংলো লেনের নিজের বাড়িতে বরাকের ঐতিহ্য, জনজীবন, সমাজ আলোড়নের পটভূমিতে ব্যক্তিজীবনের স্মৃতি আত্মকথন ‘কিছু স্মৃতি কিছু কথা’ শীর্ষক শমিতা নাগধরের গ্রন্থ উন্মোচিত হয়। রবিবার আয়োজিত অনুষ্ঠানের মুখ্য অতিথিরা ছিলেন গৌরী চক্রবর্তী, গৌরী দত্ত বিশ্বাস, শুভ্রা নাগ ও বাসুদেব শর্মা।

অনুষ্ঠানের শুরুতে কল্যাণচন্দ্র ধর তার সদ্য প্রয়াত দাদা গোবিন্দ চন্দ্র  ধরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানটি তাঁর নামে উৎসর্গ করেন। এক মিনিট নীরবতা পালনের পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে অন্বেষা ধর ও তানিশা দত্ত। উদ্বোধনী সঙ্গীত ‘ও আমার দেশের মাটি’ পরিবেশন করেন কল্যাণ চন্দ্র ধর।

গ্রন্থ উন্মোচনের পর প্রয়াত গোবিন্দ চন্দ্র ধরের স্মৃতিতে তাঁর সহধর্মিণী অপর্না ধরের হাতে গ্রন্থ তুলে দেন গ্রন্থকার। লেখার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ড শামিতা নাগ ধর বলেন, তিনি গ্রন্থে এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জানার প্রয়োজন। তথ্যগুলো তাদের কাজে এলে তবেই তার রচনা সার্থক হবে। বিশিষ্ট অতিথিদের সংক্ষিপ্ত ভাষণের পর গ্রন্থ পর্যালোচনা করেন শুভ্রা নাগ।তিনি বলেন, একজন নারী যে তার সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু কিছু ঘটনাপুঞ্জি তুলে ধরার প্রয়াস করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মকে আলোর দিশা দেখাবে। তাঁর সমৃদ্ধ ভাষণে তিনি দেশকালের বর্তমান পরিস্থিতিতে নারীর করণীয় বিষয় নিয়েও আলোচনা করেন। পরিশেষে অপ্রতিম নাগের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রমা পুরকায়স্থ।

শমিতা নাগধরের গ্রন্থ উন্মোচন
শমিতা নাগধরের গ্রন্থ উন্মোচন

Author

Spread the News