৩ বার আত্মহত্যা করার কথা ভেবেছিলাম : শামি

১৬ নভেম্বর : ‘আমার পরিবার যদি সঙ্গে না থাকত, তাহলে ক্রিকেট ছেড়েই দিতাম। আমি ৩ বার আত্মহত্যা করার কথা ভেবেছিলাম। আমার ফ্ল্যাট ছিল ২৪ তলায়। আমার পরিবার ভয়ে থাকত, আমি ফ্ল্যাট থেকে ঝাঁপ না দিয়ে দিই।’ কথাগুলি বলেছিলেন মহম্মদ শামি। জীবনের সবচেয়ে কঠিন সময়ের প্রসঙ্গে এই কথাগুলিই বলেছিলেন তিনি।

কিন্তু সময়ের চাকা সর্বদা ঘুরছে। সময় যতই এগিয়েছে, জীবনের অন্য ইতিহাস লিখে গিয়েছেন বাংলার পেসার। আজ তামাম দুনিয়া দেখছে, ‘এ ভাবেও ফিরে আসা যায়।’

বিশ্বকাপের সেমিফাইনালে একাই ৭ উইকেট নিয়ে হিরোর নাম মহম্মদ শামি। একই সঙ্গে একদিনের ক্রিকেটে চতুর্থবার ৫ উইকেট নেওয়ার রেকর্ডের অধিকারীও। এমনকী বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়া একমাত্র বোলার।

আজ যে উচ্চতায় শামি নিজেকে নিয়ে গিয়েছেন, সেই পথটা সুখের ছিল না। পদে পদে কাঁটা। বিবাহিত জীবনে চরম বিতর্ক। ফিটনেশ একেবারে তলানিতে চলে গিয়েছিল। ২০১৫ সালের বিশ্বকাপের পরে যখন শামি চোট সারিয়ে কামব্যাকের চেষ্টা করছেন, তখন দাম্পত্য জীবন উথালপাতাল। কিন্তু ভাগ্যদেবতা চিত্রনাট্য অন্য লিখেছিলেন। জো জিতা, ওহি সিকান্দার।

Author

Spread the News