বেরেঙ্গা নাথপাড়ায় নড়বড়ে বাঁধ, আতঙ্কিত জনগণ
বেতুকান্দি বাঁধের কাজ সহ রাস্তা মেরামতের দাবিতে স্মারকপত্র প্রদান____
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ জুন : শিলচর শহরতলী বেরেঙ্গা এলাকার নাথপাড়ায় বাঁধ নড়বড়ে। যেকোন মুহূর্তে যেকোন ঘটনা ঘটতে পারে এমন আতঙ্ক দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এরমধ্যে বরাক নদীর জল ক্রমশ বাড়ছে। এতে আতঙ্ক সর্বত্র ছড়িয়ে পড়েছে। এ ছাড়া বেতুকান্দি বাঁধ ও রাস্তার অবস্থা বেহাল। বুধবার এলাকার জনগণ জেলাশাসকের উদ্দেশে বেতুকান্দি বাঁধ নির্মাণ সহ সঙ্গে থাকা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এক স্মারকপত্র প্রদান করেন। যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাঁধের মেরামত সহ রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন করতে জোরালো দাবি জানান।
এ দিকে, বেরেঙ্গার নাথপাড়ার রাস্তা তথা নদী বাঁধ বিপজ্জনক হয়ে উঠছে। মঙ্গলবার বেরেঙ্গা জিপির প্রাক্তন সভাপতি আবুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয়রা জানান, কয়েক বছর থেকে তাদের নাথপাড়ার রাস্তাটি বিপদজনক হয়ে আছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয়দের এবং বরাক নদীর বাঁধ ফাটল ধরার কারনে বাঁধের আসে পাশে থাকা বসবাসকারী জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এলাকার অসিত নাথের ঘর যেকোন সময় বরাক নদীতে তলিয়ে আশঙ্কা রয়েছে। নাথপাড়া বাঁধের কাজ অতি নিম্নমানের হয়েছে বলে অভিযোগ তুলেন স্থানীয় জনগণ। তাঁরা এও বলেন, বেরেঙ্গার বাঁধটি যদি কোন ধরনের ভাঙন দেখা দেয় বা কোন ধরনের দুর্ঘটনার শিকার হতে হয় তাহলে বন্যা নিয়ন্ত্রণ বিভাগীয় কর্তৃপক্ষই দায়ী থাকবে।