ফকিরটিলা গইভি মসজিদের শাকভাত শিরনি ও ওয়াজ মহফিল শুক্রবার
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার সদরের লাগোয়া শরীফনগর গ্রামের ‘ফকিটিলা গইভি মসজিদ’ প্রাঙ্গনে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকভাত শিরনি ও আজিমুশ্বান ওয়াজ মহফিল। প্রতি বছরের ন্যায় এবছরও হাজি মোবারক শাহ এর নির্দেশিত শাকভাত শিরনি ও আজিমুশ্বান ওয়াজ মহফিল অনুষ্ঠিত হবে। এখানে প্রত্যেক বছর মাঘ মাসের শেষ শুক্রবারের ওলি হাজি মোবারক শাহ এর নির্দেশিত শাকভাতের শিরনির বার্ষিক উরুস ও আজিমুশ্বান ওয়াজ মহফিলকে সাফল্যমন্ডিত করে তুলতে আয়োজক কমিটি চেষ্টার কোন ত্রুটি রাখছে না।
ইতিমধ্যে কর্মকর্তারা ৫০ জনের অধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করে তাদের মাধ্যমে বিশেষ অতিথিদের আমন্ত্রণ ও প্রচার পর্ব জোর গতিতে চালিয়ে যাওয়া সহ গইভি মসজিদকে নবআঙ্গিকে রং করে সাজিয়ে তুলা সহ পার্শ্ববর্তী মাঠে প্যান্ডেল, গেট নির্মাণ সহ বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগিয়ে ব্যাপক প্রচার পর্ব চালিয়ে যাচ্ছেন। এ উপলক্ষে সমগ্র উত্তর পূর্বাঞ্চল ও বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ধর্ম প্রাণ লোক ওই ‘ফকিটিলার গইভি মসজিদে’ উপস্থিত হয়ে একযোগে বেলা ১২-৩০ মিনিটে জুম্মার নমাজ আদায় করবেন। নমাজ শেষে সবাই মিলে মসজিদে সমবেত ভাবে মিলাদ শরিফ পাঠ করা শেষে মহান আল্লার দরবারে নিজ নিজ মনোবাসনা পূর্ণ হওয়ার আর্জি করা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ প্রার্থনা করবেন।
মহফিলে সভাপতিত্ব করবেন উজানীর সৈয়দ মস্তাক আহমদ মদনি। সহ-সভাপতিত্ব করবেন গইভি মসজিদের বর্তমান ইমাম হাফিজ মওলানা হাফিজুর রহমান। ওই মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওয়াজ করবেন মওলানা মুকিতুর রহমান আল আজহারি (অসমের বিশিষ্ট ইসলামিক পণ্ডিত তথা সহ-সভাপতি উত্তর-পূর্ব আহলে সুন্নাত ওয়াল জামাত) তাছাড়া মহফিলে ওয়াজ পেশ করবেন মওলানা আব্দুল বাসিত কাসিমি (দেওরাইল টাইটেল মাদ্রাসা বদরপুর), মওলানা আব্দুল ওয়াহিদ (শিলচর ), মওলানা ফয়েজ আহমেদ (প্রচার সম্পাদক উত্তর-পূর্ব আহলে সুন্নাত ওয়াল জমাত), মওলানা মোস্তাকিম আহমদ (সোনাপুর শিলচর) মওলানা আহমাদ আলি (কনকপুর) এছাড়াও মহফিলে আরও বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। ওই মহফিল চলবে সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এবং পরদিন ফজর থেকে সকাল আটটা পর্যন্ত। শাকভাতের শিরনির উরুস ও আজিমুশ্বান ওয়াজ মহফিলকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে তুলতে সকলের সর্বাঙ্গীণ সাহায্য, সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন গইভি মসজিদ কমিটির পক্ষ থেকে মওলানা ইমাদ উদ্দিন আত্তারি, মওলানা সুহেল আহমেদ নুমানি, আতিকুর রহমান, আব্দুল হামিদ, আব্দুর নুর সিহাব উদ্দিন, আলাউদ্দিন প্রমুখ।