২৬ এ মাওবাদী মুক্ত হবে দেশ, জানালেন শাহ
৭ অক্টোবর : ২০২৬ সালের মধ্যে মাওবাদী মুক্ত দেশ হবে ভারত। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে ছত্রিশগড়ে ১৯৪ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮০১ জনকে। আত্মসমর্পণ করেছেন ৭৪২ জন।’ পাশাপাশি মাওবাদীদের অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসার বার্তা দেন তিনি। জানান, উত্তর-পূর্ব ও জম্মু-কাশ্মীরের ১৩ হাজার মানুষ অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরেছেন।