ছাত্রীকে যৌন নির্যাতন, এনএসইউআইয়ের রাজ্য সভাপতি গ্রেফতার

২২ জুলাই : যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হল এনএসইউআইয়ের রাজ্য সভাপতিকে। ওড়িশার এনএসইউআই রাজ্য সভাপতি উদিত প্রধানের বিরুদ্ধে হোটেলের রুমে ১৯ বছর বয়সী এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর উদিত প্রধানকে সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১৮ মার্চ, রাজধানী ভুবনেশ্বরে। নির্যাতিতার অভিযোগ, ওইদিন ভুবনেশ্বরের মাস্টার ক্যান্টিন চকে দুই বন্ধুর সঙ্গে তাঁর দেখা হয়। তাঁরা একটি গাড়িতে গল্প করছিলেন। সেই সময় আরেকজন তাঁদের সঙ্গে যোগ দেয়। তিনি নিজেকে উদিত প্রধান হিসেবে পরিচয় দেন এবং জানান, তিনি ওড়িশার এনএসইউআই -এর সভাপতি। এরপর তারা সকলে একটি হোটেলে গিয়ে ওঠেন। সেখানেই ঠান্ডা পানীয়তে কিছু মিশিয়ে বেঁহুশ করে তাঁকে ধর্ষণ করেন উদিত বলে অভিযোগ নির্যাতিতার।

নির্যাতিতা জানিয়েছেন, “গাড়িতে বসে গল্প করার সময় উদিত আমাকে বাজেভাবে স্পর্শ করছিল। এরপর ওরা আমাকে একটা হোটেলে নিয়ে যায়। সেখানে ওরা মদ্যপান শুরু করে। আমি মদ্যপান করি না। উদিত আমাকে ঠাণ্ডা পানীয় দেয়। তারপর আমার শরীর খারাপ করতে শুরু করে। আমি ওদের বলি আমায় বাড়িতে ছেড়ে আসতে। তারপর অজ্ঞান হয়ে যাই, কিছু মনে নেই।”

নির্যাতিতা অভিযোগে জানিয়েছেন, “আমার জ্ঞান ফিরে আসার পর দেখি উদিত প্রধান আমার পাশে শুয়ে আছে। আমি ব্যথা অনুভব করি এবং বুঝতে পারি যে আমার সঙ্গে কিছু একটা ঘটেছে।”

ছাত্রীকে যৌন নির্যাতন, এনএসইউআইয়ের রাজ্য সভাপতি গ্রেফতার
Spread the News
error: Content is protected !!