সড়ক দুর্ঘটনায় সাত শ্রমিকের মৃত্যু

২৫ ফেব্রুয়ারি : কাজ শেষ করে বাড়ি আর ফেরা হল না সাত শ্রমিকের। ওড়িশার জাজপুরে ভয়াবহ পথদুর্ঘটনা প্রাণ কাড়ল উত্তর ২৪ পরগনার বসিরহাটের সাতজনের। বসিরহাটের মাটিয়া থানার ধান‍্যকুড়িয়া গ্রামপঞ্চায়েতের নেহালপুর সর্দারপাড়া থেকে শুক্রবার বিকেল ৩টে নাগাদ একটি চার চাকা রওনা দেয়। ওই সাতজন ছিলেন।

মূলত পোলট্রি ফার্মে কাজের জন্য যাচ্ছিলেন তাঁরা। শনিবার তখন ভোর ৪টে। ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা থানার চণ্ডীপুরে জাতীয় সড়কে রাস্তার ধারে গাড়ির মধ্যে বিশ্রাম নিচ্ছিলেন চালক ও খালাসি-সহ সাতজন। সেই সময় পিছন দিক থেকে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে। পুলিশ সূত্রে খবর, একেবারে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। এলাকার লোকজনই তড়িঘড়ি ওই সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে চিকিত্‍সকরা সাতজনকেই মৃত বলে ঘোষণা করেন।

নিহতরা হলেন, আমজাদ আলি সর্দার (২৮), জাহাঙ্গির সর্দার (৪০), করিম সর্দার (২৫), আমিরুল সর্দার (২৬), আরিফ সর্দার (২৬), টিঙ্কু সর্দার (৩০), সুরজ সর্দার (৪৯)। সুরজ ছিলেন গাড়ির চালক।

Author

Spread the News