ত্রিপুরা পুলিশের হাতে আটক দুই শিশু সহ সাত রোহিঙ্গা নাগরিক
বরাক তরঙ্গ, ৫ জুলাই : ত্রিপুরার চুরাইবাড়ি পুলিশের হাতে আটক দুই শিশু সহ সাত রোহিঙ্গা নাগরিক। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ভারত-বাংলা সীমান্ত এলাকাকে করিডোর করে ভারতে রোহিঙ্গা নাগরিকদের আনাগোনা মাথাচড়া দিয়ে উঠেছে। এতে সচেতন মহলে সীমান্ত সুরক্ষা নিয়ে স্বাভাবিক ভাবে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এরমধ্যে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানায় সদ্য দায়িত্ব নিয়ে সাত রোহিঙ্গা নাগরিককে আটক করেন ওসি খোকন সাহা। তিনি জানান বৃহস্পতিবার বিকেলে চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে আগরতলা থেকে গুয়াহাটিগামী এমএল ০৫ টি ৮৩৮২ নম্বরের নৈশ বাসটি দাঁড়ালে গাড়িতে যথারীতি তল্লাশি করে পুলিশ। এতে সাত সন্দেহভাজন যাত্রীদের আটক করা হয়। তাদের মধ্যে দুজন শিশু তিনজন মহিলা ও দুজন পুরুষ রয়েছেন। পরে পুলিশি জিজ্ঞসাবাদে ধৃতরা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করে।
তাঁরা জানায় বাংলাদেশ থেকে দালাল মারফৎ ত্রিপুরায় প্রবেশ করে পরবর্তীতে বাসে করে ধর্মনগর আসে। সেখান থেকে পুনরায় বাসে করে গুয়াহাটি পৌছে পরে তাঁরা কাজের উদ্দেশ্যে ট্রেনে করে হায়দরাবাদের রয়েল কলোনিতে যাবার কথা ছিল। ধৃতদের কাছে কোন বৈধ নথি সহ পাসপোর্ট পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন আব্দুল ইলাহি, আব্দুল শুক্কুর, রুমিদা বেগম, রুজিনা বেগম, সখিনা বেগম সহ দুটি শিশু। ধৃতদের শুক্রবার ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়।