তিনসুকিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত চার মহিলা সহ সাত

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : তিনসুকিয়ায় বিয়ের অনুষ্ঠান থেকে আগ্নিকাণ্ডে ভয়াবহ ঘটনা ঘটল। আইন মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী চন্দ্ৰামতী আবাসনে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন্ত অগ্নিদগ্ধ হন সাত জন৷ আহতরা হলেন রেখা দেবী, মঞ্জু দেবী, পুনম দেবী, রিনা প্রসাদ, ঋষি প্রসাদ, কার্তিক প্রসাদ ও শুভ শাহ  বলে শনাক্ত করা হয়েছে। অগ্নিদগ্ধ সবাইকে সঙ্গে সঙ্গে তিনসুকিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাদের অবস্থা গুরুতর বলে উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড়ে অবস্থিত আসাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা শচীন সাহার বিয়ের অনুষ্ঠান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনই বলতে পারছে না পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ। চলছে তদন্ত।

ইতিমধ্যে তিনসুকিয়ার অতিরিক্ত জেলা আয়ুক্ত ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাকে সন্দেহজনক বলে মনে করেছেন। ঘটনার প্রশাসিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।

তিনসুকিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত চার মহিলা সহ সাত

Author

Spread the News