ভাগায় স্কুটি-মিনি ট্রাকের মুখোমুখি, গুরুতর আহত স্কুটি চালক

ভাগায় স্কুটি-মিনি ট্রাকের মুখোমুখি, গুরুতর আহত স্কুটি চালক

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ জুলাই : ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। স্কুটি ও টাটা ইন্ট্রা মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন স্কুটি চালক।  দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টা নাগাদ।

জানা গেছে, ভাগাবাজারের দিক থেকে মিজোরাম অভিমুখে যাওয়া টাটা ইন্ট্রা পিএইচই সংলগ্ন এলাকায় দিলবাগ পোল্ট্রি ফার্মের সামনে উল্টো দিক থেকে আসা স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটুকু ছিল স্কুটি আরোহী যুবক কয়েক ফুট ছিটকে গিয়ে সড়কের উপর পড়েন। দুমড়ে মুচড়ে যায় স্কুটি। স্থানীয় মানুষ তাৎক্ষণিক আহত যুবককে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। স্কুটি চালক যুবক দক্ষিণ ধলাইয়ের লোকনাথপুর গ্রামের বছর ১৮ রাজু আহমেদ বলে জানা গেছে।

ভাগায় স্কুটি-মিনি ট্রাকের মুখোমুখি, গুরুতর আহত স্কুটি চালক
Spread the News
error: Content is protected !!