সোনাই অঞ্চলের সাহিত্যচর্চা নিয়ে এমসিডি কলেজে সেমিনার

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : কবি ও সমাজকর্মী আব্দুর রহিম লস্করের পৌরোহিত্যে চন্দ্রগিরি ক্লাবে মাধবচন্দ্র দাস কলেজের প্রসারিত শিক্ষা শাখার ব্যবস্থাপনায় ও সোনাই অঞ্চলের বিভিন্ন সংগঠন ও সুশীল সমাজের সহযোগিতায় আগামী ১৯ মে ভাষা শহিদ দিবসে “সোনাই অঞ্চলের সাহিত্য চর্চার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” নিয়ে এক সেমিনার আয়োজন করার লক্ষ্যে গঠিত হয় আহ্বায়ক কমিটি। সোনাই কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথা সাহিত্যিক সাবির আহমেদ চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক আব্দুল মতিন লস্করকে সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়াও একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এ দিনের সভায় বক্তব্য রাখেন অধ্যাপিকা হামিদা খাতুন, আব্দুর রহিম লস্কর, কবি সুদীপ্ত দাস, কবীর মান্না চৌধুরী, দেবদীপ দাস ও মিসবাহুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা।

অধ্যাপক মতিন বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে একটি সুষ্ট সমাজ যেমন গড়ে উঠতে পারে ঠিক সমাজের আর্থ-সামাজিক দিকটিও ফুটে ওঠে। তাই, সাহিত্যচর্চায় বিশেষ প্রয়োজন আছে বলে তিনি মনে করেন এবং বৃহৎ সোনাই অঞ্চলের প্রত্যেক শ্রেণির সহযোগিতা কামনা করেন। এদিনের আলোচনা সঞ্চালনা করেন হামিদা খাতুন।

Author

Spread the News