পুলিশ দেখে বাইক ফেলে পালালো চোর চেংকুড়িতে
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের পুলিশকর্মীরা টহল দেওয়ার সময় চেংকুড়ি এলাকায় চুরি হওয়া একটি বাইক উদ্ধার করলেন। শনিবার রাতে বাজাজ পালসার বাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ বাহিনী বাইকটিতে উদ্ধার করেন কিন্তু চোর পালাতে সক্ষম হয়।
জানা যায়, শনিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথের নির্দেশে এএসআই আব্দুল হক লস্কর দলবল নিয়ে রাতে চেংকুড়ি এলাকায় টহলে বের হন। সেসময় একটি বাজাজ পালসার বাইক নিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিল তখন পুলিশ সেটা দেখে পিছু ধাওয়া করে এবং চোর পুলিশ দেখে বাইকটি ক্ষেতের জমিতে ফেলে দেয়। এবং স্থানীয় লোকেরা গাড়ির শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন দেখে চোর পালিয়ে যায়।
অন্যদিকে, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চুরি যাওয়া বাইকের মালিক চেংদুয়ার বস্তির মুন্না মিয়া জানান, রাতে ১ টা নাগদ ঘরের দরজা ভেঙ্গে বাইকটি নিয়ে পালিয়ে যায়। তারপর খোঁজাখুঁজি শুরু করেন এবং পরবর্তী সময়ে খবর পান একটি বাইক ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে উদ্ধার করেছে। তিনি ভিডিপি-র সম্পাদক সালিমুল হক খান নিয়ে বাইকটি শনাক্ত করেন এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।