মাধ্যমিক নিয়মিত স্নাতক শিক্ষক সংস্থার কাছাড় জেলা কমিটি গঠিত

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : সারা আসাম মাধ্যমিক নিয়মিত স্নাতক শিক্ষক সংস্থার কাছাড় জেলা কমিটি গঠিত হল। বুধবার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এসআরডি’র অধীনে নিয়মিত স্নাতক শিক্ষক সংস্থার কাছাড় জেলা কমিটির একটি গুরুত্বপুর্ন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় বিশ্বজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন বিমলেন্দু চক্রবর্তী। তারপর সংস্থার পুনর্গঠন প্রক্রিয়া ও ভবিষ্যৎ কর্মপন্থা উপর গুরুত্বআরোপ করে বক্তব্য রাখেন সৌতম দেব, রাজীব সিংহ রাজকুমার, জুলফিকার আলি মজুমদার, বিভাস চক্রবর্তী, আব্দুল ওয়াহিদ বড়ভূইয়া প্রমুখ।

কাছাড় জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীদের উপস্থিতিতে সৌতম দেবকে সভাপতি ও বিমলেন্দু চক্রবর্তীকে সাধারণ সম্পাদক মনোনীত করে সর্ব সম্মতিতে নতুন জেলা কমিটির বিভিন্ন পদাধিকারীরা হলেন রাজীব সিংহ রাজকুমার ও বিশ্বজিৎ সিং (কার্যকরী সভাপতি) জয়নুল হক লস্কর, শরিফ উদ্দিন লস্কর ও ভাস্বতি ভট্টাচার্য (সহ-সভাপতি) বিভাস চক্রবর্তী (কার্যকরী সম্পাদক) আব্দুর রহমান মজুমদার (কোষাধ্যক্ষ) শৈলেন দাস (প্রচার সম্পাদক) অঞ্জলি সিনহা ও আজমল হোসেন লস্কর (জয়েন্ট সেক্রেটারি) শান্তনু রায়, অনিতা দেবী ও হানিফ আলম বড়ভূইয়া (সহকারি সম্পাদক) সুবর্ণা ঘোষ, পীযুষ কান্তি দে, অনন্যা সিনহা ও পল্লবকান্তি দাস (অর্গানাইজিং সেক্রেটারি) আব্দুল ওয়াহিদ বড়ভূইয়া ও জানকী দে (স্টেট এক্সিকিউটিভ মেম্বার) জুলফিকার আলি মজুমদার (মুখ্য উপদেষ্টা)।

এছাড়াও ১১ জন সদস্য রয়েছেন নবগঠিত কমিটিতে। সার্ভিস পিরিয়ড, সার্ভিস সিনিয়োরিটি, প্রটেকশন আদি দাবি সরকারের কাছে উত্থাপন করার জন্য নতুন কমিটি একগুচ্ছ প্রস্তাবনা গ্রহণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু এবং শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভেচ্ছা বার্তা সম্বলিত স্মারকপত্র প্রেরণ করার প্রস্তাব গ্রহণ করা হয়।

সবাই উপস্থিত সারা আসাম মাধ্যমিক নিয়মিত স্নাতক শিক্ষক সমিতির সভাপতি অরূপ রায়কে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। সভা পরিচালনা করেন নবনিযুক্ত সাধারণ সম্পাদক বিমলেন্দু চক্রবর্তী।

Spread the News
error: Content is protected !!