মাধ্যমিকের  ফলাফল ঘোষণা

বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হল মাধ্যমিকের ফলাফল। শুক্রবার সকাল সাড়ে দশটা মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়। ১৪টি ওয়েবসাইটে পাওয়া যাবে ফলাফল।
২ লক্ষ ৭০ হাজার ৭৩৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবছর। পাসের হার ৬৩.৯৮ শতাংশ।  ছাত্রের পাশের হার ৬৭.৫৯ শতাংশ  এবং ছাত্রী পাসের হার ৬১.০৯ শতাংশ।

প্রথম বিভাগে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা হল ৮৯,০৪১। দ্বিতীয় বিভাগে পাস করেছে ১,৩৫,৫৬৮ ও তৃতীয় বিভাগে ৪৫,৮৬২ জন।

৫,৩৩৬ জন ডিস্টিংশন নম্বর পেয়েছে। স্টার মার্কস লাভ করেছে ১৬,৫১৭ জন এবং ১,৬৮,৩১২ লেটার এসেছে।

https://sebaonline.org ,  www.results.shiksha ,  www.assam.shiksha ,  www.indiaresults.com ,  www.jagranjosh.com ,  www.schools9.com ,  www.indianexpress.com ,  www.assamresult.in ,  www.assamjobalerts.com ,  www.vidyavision.com ,  www.iresults.net ,  www.iresults.in ,  https://www.ndtv.com  আৰু  https://ndtv.in

মাধ্যমিকের  ফলাফল ঘোষণা

Author

Spread the News