খোঁজের ভলিবল চ্যাম্পিয়ন শ্রীকোণা, রানার্স কাজিডহর
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : চতুর্থতম মঞ্জু সোম ও অজিত কুমার সোম প্রাইজমানি গ্রামীণ ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব জিতলো শ্রীকোণা ভলিবল অ্যাকাডেমি। শুক্রবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে তাঁরা হারিয়েছে কাজিডহর ক্লাবকে। ২৭-২৫, ২৯-২৭, ২৫-২১ পয়েন্টে। সোনাই নিত্যগোপাল এইচএস স্কুলের খেলার মাঠে। ম্যাচের শুরুতেই খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ডিএসএ-এর প্রাক্তন সভাপতি বাবুল হোড়, ডিএসএ-র সহসভাপতি সুজন দত্ত, খোঁজ সভাপতি ডাঃ এম মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর, কোষাধক্ষ্য কামাল লস্কর, সোনাই ফুটবল অ্যাকাডেমির সভাপতি বদর উদ্দিন মজুমদার, মনোজ দাস, শাহজাহান আহমেদ লস্কর, আব্দুল জলিল, নূর আহমেদ প্রমুখ। উদ্বোধনীতে দাতা পরিবারের পক্ষে সুরজিৎ সোম উপস্থিত প্রত্যেককে সাধুবাদ জানান। তার প্রয়াত মা বাবার নামে শুরু করা এই খেলা প্রতিবছর চালু রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাবুল হোড় বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা এবং মানসিক চিন্তাধারা বিকাশ ঘটায়।

সজল লস্কর বলেন, আমরা খেলাধুলার সার্বিক বিকাশে তাদের সংগঠন ভবিষ্যতেও কাজ করে যাবে বলে জানান। তিনি বলেন, গত চার বছর ধরে সুরজিৎ সোম উনার মা বাবার নামে খেলার সামগ্রী দিয়ে যেভাবে এগিয়ে এসেছেন তারজন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন। খেলা শেষে ট্রফি ও মেডেল সমেত চ্যাম্পিয়ন দলকে নগদ ৫ হাজার টাকা রানার্স দলকে একিভাবে ট্রফি, মেডেল সহ নগদ ৩ হাজার টাকা তুলে দেন উপস্থিত অতিথিরা। দেয়া হয় টি শার্টও। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক আহমেদ সদিয়ল, গণেশ ভদ্র, ডাঃ রেজা প্রমুখ।

