শিলচরে মনোনয়নপত্র পেশ ৮ জনের, শুক্রবার স্ক্রুটিনি
আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : শিলচর লোকসভা আসনে অন্তিম দিনে আরও দুইজন মনোনয়নপত্র জমা দিলেন। বৃহস্পতিবার বহুজন মহা পার্টির রাজীব দাস ও নির্দলীয় অনন্ত মোহন রায় মনোনয়নপত্র পেশ করেন। এতে ভোটে লড়ার জন্য মনোনয়নপত্র পেশ করলেন মোট আটজন। রাজীব দাস কাটিগড়া সিদ্ধেশ্বর তৃতীয় খণ্ড কাতিরাইল এলাকার বাসিন্দা। অনন্ত মোহন রায়ের বাড়ি কচুদরমের গঙ্গানগর তৃতীয় খণ্ডে। প্রসঙ্গত এর আগে মনোনয়নপত্র পেশ করেছেন অন্য ৬ জন প্রার্থী বিজেপির পরিমল শুক্লবৈদ্য, কংগ্রেসের সূর্যকান্ত সরকার, তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস, এসইউসিআইর প্রভাসচন্দ্র সরকার, বাঙালি নবনির্মাণ সেনার বারীন্দ্র দাস ও নির্দলীয় রাজু দাস।
শুক্রবার মনোনয়ন স্ক্রুটিনি এবং প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল। উল্লেখ্য, শিলচর লোকসভা কেন্দ্রে পোলিং স্টেশনের সংখ্যা হল ১৫৫১। ২৬ এপ্রিল সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। এ বার শিলচর লোকসভা কেন্দ্রে ১৮-১৯ বছরের নতুন ভোটারের সংখ্যা ২৩,০৭২। আশি থেকে ৯০ বছরের মধ্যে ভোটারের সংখ্যা হল ১২, ৯৭৬ জন। শতবর্ষ পেরিয়ে যাওয়া ভোটারকাছাড়ে রয়েছেন ১০৫ জন। দিব্যাঙ্গ ভোটারের সংখ্যা ৭১০২। ৮৫ বছরের ঊর্ধ্বে ও দিব্যাঙ্গ ভোটারদের এবারও বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ করা হবে।
এ ছাড়া কাছাড়ে ২৫ টি এলাকাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। এই ২৫ টি এলাকায় ভোট কেন্দ্রের সংখ্যা হল ৬১ টি। এইসব এলাকায় পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকায়ও চলছে পুলিশের নজরদারি ।