দু’মাস পর মণিপুরে স্কুল খুলল

বরাক তরঙ্গ, ৫ জুলাই : দু’মাস পর স্কুল খুলল মণিপুরে। সরকারের নির্দেশ মতে আজ ৫ জুলাই বুধবার থেকে স্কুল খোলা হয়। সকাল থেকে বিভিন্ন স্কুলে কচিকাঁচা পড়ুয়া উৎসাহের সঙ্গে খুলে যেতে দেখা যায়। তবে আতঙ্কের ছাপও পরিলক্ষিত হয়। কেননা গতকাল মঙ্গলবার সকালে থৌবলে এলাকায় পুলিশের গুলিতে মৃত্যু ঘটে একজনের। এ ঘটনায় ফের উত্তেজনা দেখা দেয়।

উল্লেখ্য, জাতি দাঙ্গায় গত তিন মে থেকে মনিপুর রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে পড়েছিল। দীর্ঘ দুমাস পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে সরকার এই সিদ্ধান্ত নেয়।  

সোমবার সাংবাদিক বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়ে ছিলেন, সরকার ৫ জুলাই থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া একটি টোল-ফ্রি নম্বর খোলা হয়েছে। ‘18003090931’ এই নম্বরে লোকেরা অভিযোগ জানাতে পারবেন এবং ত্রাণের প্রয়োজনীয়তার বিষয়ে জিজ্ঞাসা করতে পারবেন।

Author

Spread the News