শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবসের কার্যসূচি, সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : প্রতিবছরের ন্যায় এবছরও আগামী ২৬ জানুয়ারি, রবিবার যথাযোগ্য মর্যাদায় শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবস পালন করা হচ্ছে। ২৬ জানুয়ারি সকাল ৯ টায় শ্রীভূমি শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। থাকছে প্যারেড ও মার্চপাস্ট। এতে বিএসএফ ও সরস্বতী বিদ্যানিকেতনের ব্যান্ড সহযোগে ১৫ এপি(আইআর) ব্যাটেলিয়ান, শ্রীভূমি জেলা পুলিশ, সিআরপিএফ, হোমগার্ড, ভারত স্কাউট ও গাইড, এনসিসির জওয়ানরা এবং বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে থাকছে বিভিন্ন বিভাগের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান-বিহু, ধামাইল, মণিপুরি ও চা বাগানের নৃত্য ইত্যাদি। তারপর থাকছে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানকারীদের সংবর্ধনা।

১৬তম ব্যাটালিয়ান বিএসএফ কর্তৃক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী। এতে প্যারেড ও মার্চ পাস্ট, নৃত্য, অংকন প্রতিযোগিতা, ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। এদিকে ওইদিন শ্রীভূমির রোটারি ক্লাবের সৌজন্যে করিমগঞ্জ সিভিল হাসপাতালে, ভারত বিকাশ পরিষদের সৌজন্যে রেডক্রস হাসপাতালে, রোটারি ক্লাব অফ বর্ডারল্যান্ডের সৌজন্যে জেলা কারাগারের কয়েদিদের মধ্যে এবং বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার সৌজন্যে চাইল্ড কেয়ার হোমে ফলমূল, বিস্কুট, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হবে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে শ্রীভূমিতে অন্যান্য কার্যসূচির মধ্যে থাকছে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের ব্যবস্থাপনায় রক্তদান শিবির, স্কুল সমূহের পরিদর্শকের ব্যবস্থাপনায় লাতু মালেগড়ে ছাত্র-ছাত্রীদের প্রদর্শনীমূলক ভ্রমণ।

শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবসের কার্যসূচি, সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন

এদিকে এর আগে ২৬ শে জানুয়ারি সকাল ৫ টা ৩০ মিনিটে পতঞ্জলি যোগা সমিতির ব্যবস্থাপনায় শ্রীভূমি শহরে প্রভাত ফেরির মধ্য দিয়ে এই দিবস পালনের সূচনা করা হবে। তারপর থাকছে শ্রীভূমি শহরের জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে সকাল ৬ টা ৩০ মিনিটে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন। সকাল ৭ টায় জনগণের বাসগৃহ, ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন, এতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে যথাযোগ্য মর্যাদায় এবং সঠিক ভাবে  নাগরিকদেরকে নিজ নিজ বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে আহ্বান জানানো হয়েছে। সকাল ৭ টা ৩০ মিনিটে সরকারি কার্যালয়, ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান ইত্যাদিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় ২০ মিনিটে নেতাজি ব্যায়াম সংঘের সদস্যদের জাতীয় পতাকা সহ শহর পরিক্রমা। এদিকে, সকাল ৮ টা ৩০ মিনিটে শ্রীভূমি শহরের স্টেশন রোডস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে এবং ডাকবাংলো রোডের শহীদ বেদীতে মুখ্য অতিথি কর্তৃক পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবসের কার্যসূচি, সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন

এছাড়া ওইদিন দুপুর ২ টায় ডিসি একাদশ ও মিডিয়া একাদশের মধ্যে প্রদর্শনীমূলক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৫ টায় সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অবনমন। সন্ধ্যা ৬ টায় সরকারি কার্যালয়, ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত ভবন, জনগনের বাসগৃহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে আলোকসজ্জা করা হবে। সাধারণতন্ত্র দিবসের অনুরূপ কার্যসূচী জেলার সব রাজস্ব চক্রেও অনুষ্ঠিত হবে। সাধারণতন্ত্র দিবসের এই কার্যসূচিতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!