নির্বাচনের ছয়মাস আগে উচ্ছেদ, কিসের ইঙ্গিত সাওয়াল সুস্মিতার
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : পায়ের তলার মাটি সরে যাচ্ছে দেখে নির্বাচনের ছয়মাস আগে উচ্ছেদ চালাচ্ছে রাজ্য সরকার। গত দশ বছর শাসন করলেও জমি দখল মুক্ত করেনি। শনিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদী সভায় কথা বলেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। এ দিন দেশে বাঙালি নিপিড়নের কথা তুলে ধরে বলেন, বাঙালির ভোটে জয়ী হয়ে আজ বিশ্বাসঘাতকতা করছে বিজেপি। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের প্রশাসন। তিনি বলেন, শুধু এসব নয়, আগামীতে আরও ভয়ঙ্কর দিন ঘনিয়ে আসছে। আর এর পেছেনে রয়েছে বিজেপি সরকার। তিনি ভোটার তালিকা সংশোধনের কথা উল্লেখ করে বলেন বরাকের বাঙালিদের এই ভয়ঙ্কর দিনের মুখোমুখি হতে হবে। যেখানে কোন দলিলও গ্রাহ্য হবে না। ক্যা, এনআরসি বিষয়গুলো তুলে ধরে বক্তব্যে বিজেপির তীব্র সমালোচনা করেন।
সাংসদ সুস্মিতা দেব বলেন, বিজেপি সরকার আসার পর জনগণকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত ও প্রতারিত হতে হচ্ছে। বরাকের ছেলেমেয়েরা চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে এসব নিয়ে বিজেপি নেতারা চুপ হয়ে রয়েছেন। তিনি বলেন, বরাকের বাঙালিদের ভোটে জয়ী হয়ে বাঙালির এই জ্বলন্ত সমস্যাগুলো তুলে ধরছেন না বিধানসভায়। সাংসদ এও বলেন, বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই জানে না এই সরকার। ভোটের বৈতরণী পার হতে মানুষের মধ্যে বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এসবের বিরুদ্ধে আর কেউ লড়াই করুক বা না করুক তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারের সঙ্গে লড়াই করে যাবে। এই লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান সুস্মিতা দেব। এছাড়া অন্যান্য নেতারাও সরকারের এসব নীতির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।