মেডিক্যাল কলেজে এনআরআই সংরক্ষণ নিয়ে ক্ষোভ সেভ এডুকেশন কমিটির

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : বর্তমান সরকার শিক্ষার ব্যক্তিগতকরণ ও ব্যবসায়ীকরণের অংশ হিসেবে রাজ্যের মেডিক্যাল কলেজের ৭ শতাংশ আসন সংরক্ষণ করে এনআরআই (বিদেশে বসবাসকারী ভারতীয়দের সন্তান) প্ৰাৰ্থীদের বিক্রি করে দেওয়ার ঘটনায় তীব্র প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির অসম রাজ্য কমিটি।

সংগঠনের সভাপতি অধ্যাপক ত্ৰিদীব গগৈ ও সম্পাদক অধ্যাপক প্ৰদীপ মহাপাত্ৰ এক প্রেস বার্তায় বলেন, এর ফলে এনইইটি পরীক্ষায় ২০ শতাংশের কম নম্বর পাওয়া বিত্তবান প্ৰাৰ্থীরা (এনআরআই কোটা) মেডিক্যাল কোর্সে পড়ার সুযোগ পাচ্ছে। এতে মেডিক্যাল কলেজের অধ্যাপকরাও এরূপ দুৰ্বল মেধাসম্পন্ন ছাত্ৰরা কীভাবে চিকিৎসক হবে তা নিয়ে আশঙ্কা প্ৰকাশ করেছেন। এনআরআই কোটার নামে উচ্চ মেধাসম্পন্ন ছাত্ৰছাত্ৰীকে বঞ্চিত করে দুৰ্বল মেধাযুক্ত ছাত্ৰছাত্ৰীদের চিকিৎসা বিজ্ঞান অধ্যয়নের সুযোগ দেওয়ার পদক্ষেপ শুধু অন্যায়-অযৌক্তিকেই নয়, চিকিৎসকের হাতে মানুষের জীবন-মরণের প্রশ্ন যেখানে জড়িত সেখানে দুৰ্বল মেধাসম্পন্ন ছাত্ৰছাত্রীকে চিকিৎসক হওয়ার সুযোগ করে দেওয়ার ফলে চিকিৎসা ক্ষেত্রেত বিপর্যয় ডেকে আনবে।

তাই সরকারের এই অন্যায়- অযৌক্তিক এবং চিকিৎসাক্ষেত্রে বিপর্যয় সৃষ্টিকারী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার দাবি জানানোর পাশাপাশি এই ধ্বংসাত্মক সিদ্ধান্তের বিরুদ্ধে প্ৰতিরোধ আন্দোলন গড়ে তুলতে রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তির প্ৰতি সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

Author

Spread the News