শশীনগর ডাকাতির ঘটনায় আটক ৬, উদ্ধার নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শ্রীভূমি জেলার বাজারিছড়া থানাধীন শশীনগর গ্রামে গত মে মাসে সংঘটিত এক ডাকাতির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য অর্জন করল শ্রীভূমি জেলা পুলিশ। পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ছয় অভিযুক্তকে। উদ্ধার হয়েছে লুট করা নগদ অর্থসহ স্বর্ণালঙ্কারও। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাজারিছড়া থানার নবাগত ওসি আনন্দ মেধী, পাথারকান্দি থানার এসআই নিলভজ্যোতি নাথ এবং বাজারিছড়া থানার সেকেন্ড অফিসার প্রভাকর চৌধুরী।

প্রথম ধরা পড়ে মূল অভিযুক্ত ফখরুল, জেরায় খুলে যায় পুরো চক্রের রহস্য। বাজারিছড়া থানার সেকেন্ড ওসি প্রভাকর চৌধুরী জানান, চলতি মাসের ১৯ তারিখ পাথারকান্দি থানার পুলিশ করিমগঞ্জ জেলার শ্রীভূমি এলাকা থেকে ফখরুল ইসলাম (৩৫) নামের এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করে। পরে তাকে বাজারিছড়া থানায় হস্তান্তর করা হয়। তিন দিনের রিমান্ডে এনে টানা জিজ্ঞাসাবাদে ফখরুল স্বীকার করে নেয় শশীনগর ডাকাতির মূল চক্রে তার জড়িত থাকার কথা এবং আরও কয়েকজন সহযোগীর নাম। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাজারিছড়া ও শ্রীভূমি সদর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বাকি অভিযুক্তদের গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া বাকি অভিযুক্তরা হলেন সেলিম উদ্দিন (৩২), অনিল ঝঙ্কার (৩২), শিবুকুমার নাথ (৫২), অয়ন দাস (৩৬) ও আঙ্গুর খানম (৪৬) এই অভিযুক্তদের মধ্যে সেলিমও ফখরুলের মতো সরাসরি ডাকাতির সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশের দাবি। বাকি চারজন লুটে নেওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকার বিক্রি ও ক্রয়ের কাজে জড়িত ছিল। পুলিশের তদন্তে জানা গেছে, ধৃতদের মধ্যে তিনজন আঙ্গুর খানমের কাছ থেকে চুরিকৃত স্বর্ণালঙ্কার কিনেছিল।পুলিশ ধৃতদের কাছ থেকে নগদ ৫৫ হাজার ১০০ টাকা এবং লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার ধৃত ফখরুল ইসলাম ও আরেক অভিযুক্তকে জেলা সিজেএম আদালতে পেশ করলে আদালত তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে, বাকি চার অভিযুক্তকে দুই দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই মামলার দুই অভিযুক্ত বাজারিছড়া থানার হেফাজতে এবং বাকি চারজন শ্রীভূমি থানার হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে দুজনের ঠাই হয় জেল হাজতে।

উল্লেখ্য, গত মে মাসের শেষ দিকে শশীনগর গ্রামের শৈলেন পালের বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। গভীর রাতে একদল ডাকাত ঘরে হানা দিয়ে গৃহস্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে এবং তাঁর ছেলে সঞ্জয় পালের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ টাকা ও সোনার গয়না লুট করে নেয়।

Spread the News
error: Content is protected !!