গান্ধী জয়ন্তীতে দক্ষিণ কৃষ্ণপুরে সর্বধর্ম প্রার্থনা আলোচনা সভা কংগ্রেসের
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২ অক্টোবর : মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মজয়ন্তীতে ঐক্যের ডাক দিল কংগ্রেস। বুধবার গান্ধী জয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে সর্বধর্ম সভার আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে দক্ষিন কৃষ্ণপুর মণ্ডল কংগ্রেসের ব্যবস্থাপনায় ও প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের উদ্যোগে সর্বধর্ম প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্যে আমিনুল হক লস্কর বলেন, কংগ্রস আজকের দিনে সারা দেশে সর্বধর্মের ঐক্যের ডাক দিয়েছে। ঐক্যের মাধ্যমে হিংসার দোকান বন্ধ করে অহিংসার দোকান খোলা হোক সারাদেশে এই আহ্বান রাখেন তিনি। বলেন, এই দেশে হিন্দুদের যেমন অধিকার তেমনই খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিম সহ সর্বধর্মের অধিকার থাকা বাঞ্ছনীয়। এই দেশ ধর্মনিরপেক্ষ। প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। তিনি বলেন, মহাত্মা গান্ধীর দেশে আজ গান্ধীর নীতির চলছে না। আজ নেই অহিংসা পরম ধর্ম নীতি। যে নীতিতে দেশ স্বাধীন করেছিলেন মহাত্মা গান্ধী। সেই নীতি আজ নেই। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন করতে গিয়ে তিনি শহিদ হয়েছেন। অথচ সারা দেশে হিংসার রাজনীতি চলছে। চলছে ধর্ম নিয়ে রাজনীতিও। নতুন প্রজন্মকে গান্ধীর নীতি অনুসরণ করে চলার আহ্বান জানান আমিনুল হক লস্কর।
এ দিনের সভায় জালাল উদ্দিন মজুমদার, ফইজুর রহমান লস্কর, খসরু আলম চৌধুরী, বাবুল আহমেদ বড়ভূইয়া, হোসেন আহমেদ লস্কর প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সোনাই বিভিন্ন জিপির প্রাক্তন সভাপতি, এপি সদস্য, মণ্ডল সভাপতি সহ কয়েকশো দলীয় কর্মী সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম ও অন্যান্য ধর্মের মানুষ। এই সভায় গীতা, কোরান, বাইবেল অন্য ধর্মের ধর্মমন্ত্র পাঠ করা হয়।